শেখ হারুন,চুনারুঘাট থেকে : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদের প্রথম ও ২ বারের নির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি....রাজিউন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।তিনি স্ত্রী,১ কন্যা,নাতী-নাতনী,আত্মীয়স্বজন-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন দুরারোগ্যে ভোগছিলেন।গত সোমবার(৩১ মে) দিবাগত রাত ১০ টা ৫০ মিনিটে হবিগঞ্জ চাঁদের হাসি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।মাসুদ আহমেদ চৌধুরী হবিগঞ্জ সার্কিট হাউজ রোর্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন।
তাঁর গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের জমাদার গাঁও গ্রামে।তিনি ওই গ্রামের মরহুম আব্দুর রেজ্জাক চৌধুরীর পুত্র।তিনি চুনারুঘাট উপজেলার প্রথম ও ২ বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন।তিনি রানীগাঁও মাসুদ চৌধুরী হাইস্কুল এন্ড কলেজ ও নালমুখ সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার সর্বত্রে রয়েছে তাঁর অনেক অবদান।
মঙ্গলবার(১লা জুন)বাদ জোহর হবিগঞ্জ পৌরসভা মাঠে মরহুমের ১ম জানাজার নামাজ শেষে বাদ আছর তাঁর নিজ গ্রামের নিজ প্রতিষ্ঠান রাণীগাঁও মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজ মাঠে ২য় জানাযা অনুষ্ঠিত হয়েছে।
জানাযার নামাজে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান,বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানবৃন্দ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকবর হোসেন জিতু-সহ জেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লয়ীয়ান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মাহবুব আলী(এমপি)।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান,সাংবাদিকবৃন্দ-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj