আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ দফায় দফায় বৈঠক হলেও বাগান ব্যবস্থাপকের অপসারণ দাবি অব্যাহত রেখেছেন চুনারুঘাটের নালুয়া চা বাগান শ্রমিকরা।
ম্যানেজার ইফতেখার এনামের অপসারণ হলেই কাজে ফিরতে চান তারা।
(৩১ মে) সোমবার সকাল থেকে স্থানীয় জনপ্রতিনিধি, থানা পুলিশ ও একাধিক বাগান ব্যবস্থাপক গণ শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেন। কিন্তু আলোচনা ফলপ্রসু হয়নি।ফ্যাক্টরির বাহিরে শ্রমিকরা বিক্ষোভ করছিলেন বারার।
শ্রমিক নেতারা বলেন, গত শুক্রবারের ঘটনা শনিবারেই শেষ হয়ে যেতো। যদি ম্যানেজার নিজের ভুল স্বীকার করতেন।এখন পরিস্থিতি ভিন্ন হয়ে গেছে। তিনি যদি স্বপদে বহাল থাকেন তাহলে এই আন্দোলনে যারা সামনে ছিলেন তাদের ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে।তাছাড়া বিগত সময়ে শ্রমিকদের সাথে উনার আচার-আচরণ খুবই খারাপ ছিল।
এই মুহুর্তে সমাধান হিসাবে উনার অপসারণের বিকল্প কিছু ভাবতে পারছেন না তারা।
চা বাগান ব্যবস্থাপনা কমিটির পক্ষে বক্তারা বলেন, সামান্য একটা ভুলের কারণে একজন ব্যবস্থাপককে অপসারণ দাবি যৌক্তিক নয়। বাগানের কাঠগুলো বের করার প্রক্রিয়ায় তার ভুল ছিল। কাজ করার ক্ষেত্রে এমন ছোট-খাটো ভুল হতেই পারে।
আচার-আচরণে ভুল হয়ে থাকলে সেটাও সমাধান যোগ্য।
আন্দোলন নিষ্পত্তির লক্ষ্যে বক্তব্যে রাখেন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান।
কিন্তু শ্রমিকদের হৈ হুল্লোড়ে বিষয়টি অমীমাংসিতই থেকে যায়।
তারা বারবার ম্যানেজার ইফতেখার এনামকে চোর আখ্যা দিয়ে শ্লোগান দিতে থাকেন।
তার অপসারণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলেও জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম,স্থানীয় আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী, আমু চা বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলাম চৌধুরী, লস্করপুর চা বাগান ব্যবস্থাপক তারিফ আহমেদ, নালুয়া চা বাগানের ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ মান্নান সহ অন্যান্য চা- বাগান কর্মকর্তারা।
শ্রমিকদের পক্ষে ছিলেন, চা শ্রমিক ইউনিয়ন লস্করপুর ভ্যালির সভাপতি রবীন্দ্র গৌড়, সাধারণ সম্পাদক অনিরুদ্ধ বারাইক, যুগ্ম সম্পাদক নিপেন্দ্র পাল, চা শ্রমিক নেতা ও ইউপি মেম্বার নটবর রোদ্রপাল, চা শ্রমিক নেতা ও ইউপি মেম্বার মাখন গোস্বামী, চা শ্রমিক নেতা ও ইউপি মেম্বার চন্দ্র তাতী, চা শ্রমিক নেতা ও মহিলা মেম্বার বিজলা কানু প্রমূখ।
আগামীকাল থেকে আবারও কর্মবিরতি ও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা।
উল্লেখ্য, গত ২৮ মে শুক্রবার সকালে বাগানের নিজস্ব গাড়ি ও শ্রমিক থাকতে ভাড়া করা গাড়ি সিকিউরিটি ইনচার্জ মনিরুলকে দিয়ে প্রায় ১৫০ ঘনফুট সেগুন কাঠ বাগানের বাহিরে পাঠানোকে পাচার আখ্যা দিয়ে আন্দোলন শুরু করেন চুনারুঘাট উপজেলা নালুয়া চা বাগানের ১২শত শ্রমিক।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার রাতে চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ ও স্থানীয় চেয়ারম্যান সনজু চৌধুরীর সাথে চা শ্রমিক নেতাদের ফের বৈঠক চলছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj