আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ থেকে : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শুক্র বার (২১ মে) গলায় ফাঁস দিয়ে ২ জন আত্মহত্যা করেছে ও হারপিক পান করে এক যুবক আত্বহত্যার চেষ্টা করেছে। নিহত দুই জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। হারপিক পান করে আত্বহত্যার চেষ্টা করা যুবক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার (২১ মে) ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের বৃদ্ধ নজির মিয়া (৭০) বাড়ির আঙ্গিনায় একটি গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মৃত নজির মিয়ার বাবা, চাচা এবং দাদাও একইভাবে আত্বহত্যা করেছেন বলেও স্থানীয়দের মুখে শুনা গেছে।
এদিকে একই দিনে নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামের লেচু মিয়ার ছেলে খালেদ মিয়া (৩০) নামে এক পিকআপ চালকও গভীর রাতে বাড়ির আম গাছের ডালের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যা করেছেন। ঝুলন্ত অবস্থায় নবীগঞ্জ থানার এস.আই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ খালেদ মিয়ার লাশ উদ্ধার করেছে।
অপর দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কৈখাই গ্রাামের মৃত আলতাব হোসেনের ছেলে আলী হাসান (১৮) গত বৃহস্পতিবার দিবাগত রাতে পরিবারের লোকজনের অগোচরে হারপিক পান করলে পরিবারের লোকজন শুক্রবার ভোর রাত ৩ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আলী হাসান সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ ডালিম আহমেদ বলেন,২ জনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত আত্মহত্যাগুলোর কারণ জানা যায়নি।
গন্ধ্যা গ্রামের খালেদ মিয়ার মৃত্যুর ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে ও নজির মিয়ার মৃত্যুর ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের প্রস্তুতি চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj