আকিকুর রহমান রুমনঃ- জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্থাকারী কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির দাবীতে বানিয়াচং প্রেসক্লাব সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০ মে)বেলা ১১ ঘটিকায় প্রেসক্লাব সভাপতি মোসাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলের সঞ্চালনায় বানিয়াচং শহীদ মিনারের সামনে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্হিত সাংবাদিক বক্তাগন তাদের বক্তব্যে বলেন,প্রথম আলো পত্রিকার একজন সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে ঘন্টার পর ঘন্টা আটক রেখে যেভাবে নির্যাতন করা হয়েছে এবং তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানো হয়েছে এটা আর বুঝতে বাকি নেই দেশবাসীসহ সারাবিশ্বের কাছে।
এজন্য আজ এই মিথ্যা নাঠকের এবং জগন্যতম গৃনীত কাজের বিরুদ্ধে ঘটনার পর থেকেই সারা বাংলার কলম সৈনিক সাংবাদিক যোদ্ধাগন ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন।
এমনকি এই ন্যাক্ষারজনক ঘটনার প্রতিবাদে সারাদেশে আজ সাংবাদিকদের ডাকে পালিত হচ্ছে রোজিনা ইসলামের মুক্তি দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন।
তাই আজ এরই অংশ হিসাবে আমরাও আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছি।
এসময় রোজিনা ইসলামের মুক্তি ও অন্যায়কারী দূর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীও জানানো হয় সরকারের প্রতি।অন্যথায় সামনের দিনে সাংবাদিকদের নিয়ে আরও কঠোর ভয়াবহ আন্দোলনে নামার ঘোষণা দেন সাংবাদিক বক্তাগন।
উক্ত মানববন্ধনে বানিয়াচং প্রেসক্লাবের উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত থেকে মানববন্ধনে অংশগ্রহণ করেন,প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও কলম সৈনিক শেখ নমীর আলী,উপদেষ্টা আক্কাছ আলী খান,উপদেষ্টা মোতাব্বির হোসেন,
উপদেষ্টা ও সাবেক সভাপতি মোশাররফ হোসেন,সাবেক সাধারন সম্পাদক ইমদাদুল হোসেন খান,মখলিছ মিয়া,আশিকুল ইসলাম,আনোয়ার হোসেন,জসিম উদ্দিন,তৌহিদুর রহমান পলাশ,সুজন মিয়া,আলমগীর রেজা,শাহ সুমন,এনায়েত হোসেন,এসকে রাজ,আতাউর রহমান মিলন ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত বিভিন্ন ইউনিটের সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত হয়ে মানববন্ধনে অংশ করে রোজিনা ইসলামের মুক্তি দাবীতে প্রতিবাদ জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj