চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ঢাকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে)সকাল ১১টায় পৌর শহরের মধ্য বাজারে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম এর সভাপতিত্ত্বে ও দৈনিক যায়যায় প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন সঞ্চালনায় এই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,সরকারি অফিস থেকে ‘তথ্য চুরি’র অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহাবাগ থানায় মামলা দায়ের করা হয়।সোমবার (১৭ মে) সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে রাতে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। পরে জানা যায়, তাকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি কক্ষে আটকে রেখেছেন।
রোজিনা ইসলামকে আটকে রাখার খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই ভবনে যান। কিন্তু দীর্ঘ সময় ধরে তাকে আটকে রাখার কারণ সম্পর্কে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছুই জানাননি।
একপর্যায়ে নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোজিনা ইসলামের বিরুদ্ধে কিছু নথি সরানোর অভিযোগ এনে পুলিশ ডাকা হয়েছে। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনাকে শাহবাগ থানায় নিয়ে আসা হয় এবং রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে রোজিনা ইসলাম এই মন্ত্রণালয়ের দুর্নীতি, অব্যবস্থাপনা নিয়ে বেশকিছু রিপোর্ট করছিলেন। যার মধ্যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির রিপোর্ট ছিল। আমরা মনে করছি, এতে তিনি মন্ত্রণালয়ের আক্রোশের শিকার হয়ে থাকতে পারেন।’
সাংবাদিক রোজিনা ইসলামের উপর ষড়যন্ত্র মুলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বর্জন করেন।এছাড়াও দেশব্যাপী সাংবাদিকগণও রোজিনা ইসলামের নির্শত মুক্তিসহ দোষীদের বিচারের দাবিতে চুনারুঘাটেও মানববন্ধন পালন করেন কর্মরত সাংবাদিক গণ।
এ সময়ে বক্তব্য রাখেন, কালের কণ্ঠ প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর আলম,সিনিয়র সাংবাদিক জুনায়েদ আহমেদ,এন টিভি প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু,সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু,উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,সাধারন সম্পাদক শেখ হারুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদক ফুলমিয়া খন্দকার মায়া,অনলাইন প্রেসক্লাবের সম্পাদক মিজানুর রহমান,সাংবাদিক মীর জোবায়ের আলম,প্রথম সেবা বার্তা সম্পাদক নুর উদ্দিন সুমন,প্রেসক্লাব সদস্য এস আর রুবেণ,সাংবাদি শংকর শীল,নোমান,আব্দুল জাহির,সাইফুর রাব্বি, তোফায়েল প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj