সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ : এক মাসের সিয়াম সাধনার পর আসছে পবিত্র ঈদুল ফিতর। করোনা মহামারির কারণে সারা দেশের ন্যায় শায়েস্তাগঞ্জে ও উন্মুক্ত স্থানে ঈদ জামাত আয়োজনে নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে প্রতিবারের মতো এবার শায়েস্তাগঞ্জে ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। তবে নিরাপদে সামাজিক দূরত্ব বজায় রেখে পাড়া-মহল্লার মসজিদে ঈদ জামাতের অনুমতি রয়েছে।
শায়েস্তাগঞ্জের বেশিরভাগ মসজিদেই ঈদের জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। যেখানে মুসল্লী বেশি, জায়গা কম সেইখানে ঈদের একাধিক জামাত হওয়ার কথা রয়েছে।
আগামীকাল শুক্রবার (১৪ মে) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর থাকবে না কোলাকুলি, ফলে এবারো স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন আমেজে শায়েস্তাগঞ্জে উদযাপন হবে ঈদ।
শায়েস্তাগঞ্জে রেলওয়ে পার্কিং জামে মসজিদে ঈদের ১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায়, এছাড়া শায়েস্তাগঞ্জ কুতুবেরচক জামে মসজিদে ঈদের জামাত সকাল ৯ টায়, মহলুল সুনাম জামে মসজিদে ঈদের জামাত সকাল ৯ টায়,নূরপুর জামে মসজিদে সকাল ৯টায়, সুরাবই জামে মসজিদে ও ঈদের জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, ইদুল ফিতর উপলক্ষে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সব সময় সতর্ক রয়েছে। এবার ঈদের নামাজ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মসজিদেই আদায় করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj