অনলাইন ডেস্ক : লন্ডন বারা অব রেডব্রীজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশী মেয়ে জোৎস্না রহমান ইসলাম। তিনি মৌলভীবাজার জেলার একাটুনা ইউনিয়নের আব্দুর রহমানের মেয়ে।
গত ২৯ শে এপ্রিল রেডব্রীজ কাউন্সিলের বার্ষিক ভ্যার্চুয়াল মিটিংয়ে তাকে দায়িত্ব প্রদান করা হয়। ব্রিটেনের মূল ধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশীর মহিলার সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি।
জোৎস্না রহমান ইসলাম ও তার স্বামী সাম ইসলাম একই কাউন্সিলের কাউন্সিলার হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। বসবাস করছেন লন্ডনের রেডব্রিজেই।
ডেপুটি মেয়র জোৎস্না ইসলাম ১৯৬৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। কিন্তু মা-বাবার ইচ্ছায় দেশে আসেন। মৌলভীবাজারে আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি কলেজের পড়াশোনা করেন।
১৯৮৬ সালে আবার লন্ডনে চলে যান। সেখানকার লোকাল গভর্নমেন্ট এ চাকুরীর পাশাপাশি এম বি এ করেন। তিনি বর্তমানে রেডব্রিজ লেবার পার্টি (সিএলপি) এর ভাইস চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন।
তার বোন সাংস্কৃতিক সংগঠক হেলেন ইসলাম জানান, আমাদের মা বাবার ইচ্ছা ছিলো ছেলে মেয়েরা বাংলাদেশ এবং ইউকে দু’দেশের শিক্ষা, সাহিত্য, সংষ্কৃতি ও সামাজিক পরিবেশে বেড়ে উঠোক। তাই দেশে এনেছিলেন। আমার বড়বোন কাউন্সিলার জোৎস্না রহমান ইসলাম লন্ডন বারা অব রেডব্রীজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে বাংলাদেশ কমিউনিটির মূখ উজ্জ্বল করেছেন।
বৃটেনের কমিউনিটি ব্যক্তিত্ব মকিস মনসুর বলেন, আমাদের মৌলভীবাজার জেলার গৌরব ও গর্বের প্রতীক কাউন্সিলার জোৎস্না ইসলাম লন্ডন বারা অব রেডব্রীজের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায়। শুধু মৌলভীবাজার জেলা সিলেট বিভাগ তথা বাংলাদেশ কমিউনিটির মূখ উজ্জ্বল করেছেন তিনি। রেডব্রীজ কাউন্সিলার হওয়ার পর থেকে নিষ্টা ও নিরলসভাবে কাজ করায় এই ফল এসেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj