শেখ হারুন,চুনারুঘাট(হবিগঞ্জ)থেকে : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন কৃষি অফিসার রমজান আলী যোগদানের পর সরকারী বরাদ্দের সারও বীজসহ ৩ হাজার ৯৯০ জন কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়েছে।
কৃষক প্রতি ৫ কেজি আউশ বীজ,২০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি দেয়া হয়।গত ১৩-২১ এপ্রিল পর্যন্ত উল্লেখিত প্রণোদনা কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
এ ছাড়াও ভিন্ন কৃষকের মাঝে পঞ্চাশ ভাগ ভর্তুকিতে ১ টি কম্বাইন্ড হারভেস্টার,১ টি রিপার ও ১ টি রাইচ ট্রান্সপ্লান্টার বিতরণ করা হয়।কৃষি যান্ত্রীকিরণসহ বিভিন্ন প্রণোদনা বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে চলবে বলেও জানান কৃষি অফিসার রমজান আলী।
বৃহস্পতিবার(২৯ এপ্রিল) বিকাল ৩ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য,গত ৪ মার্চ চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার হিসেবে যোগদান করেন তিনি।এর আগে সিলেট বিশ্বনাথ,মৌলভীবাজার সদর ও বি-বাড়ীয়ার বিজয়নগর উপজেলায় প্রায় সাড়ে ৫ বছর কর্মরত ছিলেন।চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের নিলাচর গ্রামের মৃত আব্দুর রশিদ-এর পুত্র তিনি।কৃষি অফিসার রমজান আলী মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার(বর্তমান) ফাতেমাতুজ্জহুরা'র স্বামী।ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj