আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা।
নামে ৫০ শয্যা হলেও ৩১ শয্যার জনবল দিয়ে চলছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক ও যন্ত্রাংশ সংকটে কোনো রকমে চলছে হাসপাতালের চিকিৎসা সেবা। এতে চরম ভোগান্তিতে আছেন উপজেলার পৌনে চার লক্ষ মানুষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০১৬ সালে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রাক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতি করা হয় অথচ এর জন্য বাড়তি কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। ফলে ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতালটি।
হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট শিশু, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, জুনিয়র কনসালটেন্ট গাইনি, জুনিয়র কনসালটেন্ট সার্জারি ও জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেসিস্ট পদ র্দীঘদিন ধরে শূন্য। ৯ জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র ৪ জন। খালি আছে আয়ুর্বেদ মেডিক্যাল অফিসারের পদ। সিনিয়র স্টাফ নার্স ৫ জন, ল্যাব মেডিক্যাল টেকনোলজিস্ট ২ জন, ফার্মাসিস্ট ২ জন, আয়া ১ জন, সুইপার ২ জন, ওর্য়াড বয় ২ জনের পদ খালি। জনবল অপ্রতুল হওয়ায় স্বাস্থ্যসেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
এ হাসপাতালে রয়েছে সুসজ্জিত অস্ত্রোপচার কক্ষ। রয়েছে সব ধরনের যন্ত্রপাতিও। র্দীঘদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে সরঞ্জামগুলো। ইসিজি, আলট্রাসনোগ্রাফি মেশিন ও প্যাথলজির র্কাযক্রম বন্ধ থাকায় হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা শহরের ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করাতে হয়। এতে গরীব অসহায় রোগীরা পড়েন বিপাকে।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, এ হাসপাতালের একটি ডিজিটাল এক্সরে মেশিন আছে। জনবল থাকায় রোগীরা এর সেবা পাচ্ছেন। চিকিৎসক ও প্যাথলজিস্ট শূন্য পদ পূরণ করা হলে ল্যাব ও অস্ত্রোপচার কক্ষ চালু করা হবে। জনবল কম হলেও আমরা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj