আনোয়ার হোসেন মিঠু ,নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করোনার ভ্যাকসিন (১ম ডোজ) গ্রহনের ৫ দিনের মাথায় শুক্রবার ( ০৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় না ফেরার দেশে চলে গেলেন করগাঁও ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি শাহ এমরান আলী (৬৫)। তিনি শেরপুর গ্রামের মৃত হাজী রজব আলীর ছেলে।
এছাড়া গত ২৪ ঘন্টায় নবীগঞ্জে আরও ৩ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ২ জন নবীগঞ্জ শহরের বাসিন্দা। গত ৬ এপ্রিল ৯ জনের নমুনা দেয়া হয়।
এর মধ্যে গতকাল শুক্রবার বিকালে ৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
এদিকে জানাযায়, মৃত শাহ এমরান আলী মৃত্যুর প্রায় ৫ দিন আগে করগাঁও ইউনিয়নের দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকে করোনা ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহন করেন।
এর কিছুক্ষনের মধ্যেই তার শরীরে প্রচন্ড জ্বর আসে। তার অবস্থার অবনতি ঘটলে রাত ২ টায় পরিবারের লোকজন তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করলে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় শাহ এমরান আলী মৃত্যুর খোলে ঢলে পড়েন।
এদিকে মহামারি করোনার ব্যাপকতা বৃদ্ধি পেলেও নবীগঞ্জে অনেকেই স্বাস্থ্য বিধি মেনে চলছেন না। এ ব্যাপারে শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনামুল্যে মাস্ক বিতরণ ও সর্তকতা মুলক প্রচারনায় লিফলেট বিতরণ করেছেন নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন।
এ সময় তিনি মাস্ক ব্যবহার না করায় কয়েকজনকে জরিমানা করেন।
শাহ এমরান আলীর করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন তার তালতো ভাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj