মোঃজামাল হোসেন লিটনঃ করোনাভাইরাস প্রতিরোধী টি কার দ্বিতীয় ডোজ নিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা পৌনে ১১টায় সচিবালয় ক্লিনিকে তিনি টিকা নেন। এর আগে ৭ ফেব্রুয়ারি তিনি টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।
টিকা নেওয়ার পর প্রতিমন্ত্রী দেশের মানুষের জন্য দ্রুততম সময়ের মধ্যে কোভিড-১৯ এর টিকার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে তিনি সবাইকে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি ও এ সংক্রান্ত সরকারের দিকনির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।
এক বার্তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এসব তথ্য জানান।
বৃহস্পতিবার সকালে দেশে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ থেকে দুই মাস আগে প্রথম ডোজ গ্রহণকারীদের এই ডোজ দেওয়া হচ্ছে। প্রথমদিনে দ্বিতীয় ডোজ পাবেন ৩১ হাজার ১৬০ জন। একইসঙ্গে টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রমও চলছে।
গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে এক নার্সকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত কোভিশিল্ড টিকা দেওয়ার মাধ্যমে দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়। যদিও আনুষ্ঠানিকভাবে প্রয়োগ শুরু হয় ৭ ফেব্রুয়ারি। এ কার্যক্রমের আওতায় একজনকে দুই ডোজ টিকা নিতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj