নিজস্ব প্রতিবেদক : র্যাব ৯ এর পৃথক অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট থানা এলাকা থেকে ২২ কেজি গাজাঁসহ ৩ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ৩নং বহরা ইউনিয়ন, চুনারুঘাট থানাধীন শুকদেবপুর বাজার ও চুনারুঘাট থানাধীন ১নং গাজীপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে।
শুক্রবার (২ এপ্রিল) এই তথ্য জানায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।অভিযানে নেতৃতে দেন সিনিয়র এ এসপি লুৎফর রহমান।
[caption id="attachment_73065" align="alignnone" width="300"] আটককৃত গাঁজা [/caption]
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
এসময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ৩নং বহরা ইউনিয়নের শ্রীধরপুর জনৈক মো. আব্দুল হক এর বাড়ীতে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন শুকদেবপুর বাজারের রিফাত ভেরাইটিজ ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ১নং গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম দুলনা জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের নাম ও ঠিকানা- মো. রাসেল মিয়া (২০), পিতা-মো. আশ্রাফ আলী, সাং-বাটি সুন্দরপুর, মো. আব্দুল হক (৬২) পিতা-মৃত দাইয়া মিয়া, সাং-শ্রীধরপুর, উভয় থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, মো. মোতালেব মিয়া (৩০), পিতা-মাহামুদ হোসেন, সাং-খালামন্ডল, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ, মো. কামাল মিয়া(২১), পিতা-মৃত রহমত আলী, সাং-ঈগলতলী, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে জানায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj