নবীগঞ্জ প্রতিনিধি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে ও চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষ এবং চারজন নিহতের ঘটনার প্রতিবাদে আজ রবিবার (২৮ মার্চ)কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার ফজরের নামাজের পর থেকেই নবীগঞ্জে রাস্তায় নেমেছেন হেফাজতের নেতাকর্মীরা। ভোর থেকেই তারা রাস্তায় পিকেটিং শুরু করেন এবং নবীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে।
ভোর সোয়া ৬টার দিকে উপজেলার শেরপুর রোড, থানা পয়েন্টসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, নবীগঞ্জে উপজেলার হেফাজতের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নেন এবং মাঝে-মধ্যে চলাচলরত গাড়ি থামিয়ে চালকদের ‘ঈমানি দায়িত্ব পালনের স্বার্থে’ স্বত:স্ফূর্তভাবে হরতাল পালনের আহ্বান জানান।
সোয়া ৬টার দিকে নবীগঞ্জ বাজারে নবীগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের আমীর মাওঃ কাজী হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাওঃ শাহ আলমের পরিচালনায় মিছিলটি শেরপুর রোড ও থানা পয়েন্ট প্রদক্ষিণ করে।
এর আগে শনিবার (২৭ মার্চ) বিকেলে হরতালের সমর্থনে নবীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করে হেফাজত। বিকেল সাড়ে ৫টায় থানা পয়েন্টে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এতে কয়েক হাজার মাদরাসা শিক্ষার্থী ও ধর্মপ্রাণ জনতা অংশ নেন। এ সমাবেশ থেকে নবীগঞ্জবাসীকে স্বত:স্ফূর্তভাবে আজকের হরতাল পালনের আহ্বান জানান হেফাজত নেতৃবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj