স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভূক্ত প্রতিষ্ঠান চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর গতকাল নানা কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
১২০ জন ছাত্র-ছাত্রী ছাড়াও এ শিক্ষা সফরে সরকারি-বেসরকারি কর্মকর্তা সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকগণ অংশ নেন। সকালে বাস যোগে শাহজিবাজার রাবার বাগান, তেলিয়াপাড়া স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাতছড়ি জাতীয় উদ্যানের পামওয়েলে বাগানে মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।
পরে বিভিন্ন রকম খেলাধুলা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা আলহাজ্ব নুরুল ইসলাম তোতা, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-স্বাস্থ্য সহকারী ডা. আব্দুল আহাদ, সাংবাদিক শংকর শীল। শিক্ষাসফরে অন্যান্যদের মাঝে অংশ নেন ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অফিস ইনচার্জ মোঃ তামিম হোসেন, সিনিয়র ইনস্ট্রাক্টর জেসমিন সুলতানা, ইনস্ট্রাক্ট্রর লিয়াকত আলী খান, ইনস্ট্রাক্ট্রর জ্যোৎস্না আক্তার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এন.আই সুবেল, মনির হোসেন, কাঞ্চন চন্দ্র শীল, মামুন মিয়া, জাহিদ মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মধ্যাহ্নভোজ শেষে সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শন শেষে ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্দেশ্যে রওয়ান হয় এবং শিক্ষা সফর সম্পন্ন হয়।
উল্লেখ্য যে, চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ শিক্ষা বোর্ড এর স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১।
কম্পিউটার ছাড়াও এ প্রতিষ্ঠানে বর্তমানে সাঁটলিপি, আমিনশীপ, টেইলারিং কোর্স রয়েছে। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাস সহ শতভাগ পাশ করে সিলেট বিভাগে র্শীষে রয়েছে। প্রতি বছর এ প্রতিষ্ঠানের উদ্যোগে ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা সফরের মাধ্যমে তথ্য প্রযুক্তি বিষয়ক বাস্তব ধারণা দেয়া হয়। উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক যুবতি কর্ম সংস্থানের সুযোগ লাভ করছে।
ইতিপূর্বে হবিগঞ্জের জেলা প্রশাসক ও কারিগরি শিক্ষা বোর্ডের বিভাগীয় কর্মকর্তা, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট পরিদর্শন করে সার্বিক বিষয়ে প্রশংসাও করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj