নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সাধারণ মানুষকে করোনা ভাইরাস থেকে সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেছেন।
“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গল বার (২৩ মার্চ) দুপুরে ঢাকা -সিলেট মহাসড়কে বিভিন্ন পয়েন্টের পরিবহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করেন।
হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জনসাধারণের কে মাস্ক পরিয়ে দেন।
পরে মিরপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের পরিবহন চালক, হেলপারদের নিয়ে সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: মাইনুল ইসলাম, শ্রমিক নেতা আসকার আলী, নুরুল আমিন শাহজাহান, আনিছুর রহমান, ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের বাহুবল উপজেলার সহ-সভাপতি মো: বাচ্চু মিয়া সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ চালক হেলপারগন।
ওসি মইনুল ইসলাম দুর্ঘটনা রোধে চালকদের উদ্দ্যেশ্যে বলেন, রাস্তায় চলাফেরা করতে হলে আইনকে শ্রদ্ধা করতে হবে, আইন অমান্য করবেন না। আপনারা সঠিক থাকলে এবং গাড়ির কাগজপত্র সঠিক থাকলে পুলিশ আপনাদেরকে হয়রানী করবেনা।
আইন অমান্যকারী প্রকৃত চালক হতে পারেনা। যে সকল চালক অদক্ষ তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। অদক্ষ চালকদের কারণে সড়কে দুর্ঘটনা ঘটে। নিজে বাঁচুন অন্যকে বাঁচান, পুলিশকে সহায়তা করুণ। তিনি আরও বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে দেশের জনগণের সুরক্ষার জন্য সরকার বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণসহ নানা কর্মসূচি পালন করছেন। করোনা থেকে সুরক্ষা পেতে হলে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। মানুষ যাতে স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতন হয় সেলক্ষেই লিফলেট ও মাস্ক বিতরণ করছি। এ কার্যক্রম অব্যাহত আছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj