বদরুল আলম চৌধুরী : নবীগঞ্জ উপজেলার ৩নং ইউনিয়নের বান্দের বাজার সংলগ্ন বক্তারপুর মাঠে লোকজ উৎসব ষাঁড়ের লড়াই দেখতে ভির জমান হাজার মানুষ।
স্থানীয় সৌখিন ষাঁড়ের মালিক জালাল উদ্দিন একই গ্রামের ফজল উদ্দিন তাদের উদ্যোগে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যে ধরে রাখার জন্য আয়োজন করেন ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা। বিকাল ৪টা হতে না হতেই চারিদিকে হাজার মানুষ শ্রোতার ধ্বনি। চারিদিকে হাত তালি। মুখে শিশ সব মিলিয়ে একটা উৎসব আমেজ।
কিছুক্ষন পর দেখা যায় মাঠে কালো রঙ্গের. 'বিরতি' এর পর পর আসে সাদা রঙ্গের. ''আশীর্বাদ'' বিশাল ছুঁচালো শিং নিয়ে ষাঁড় দুটি শুরু করে প্রায় ৩০ মিনিট রক্তক্ষয়ী লড়াই। দেখা যায় 'বিরতি' নাময়ী ষাঁড়ের গলা দিয়ে গর গর করে রক্ত বেরুচ্ছে। আশীর্বাদ নামক ষাঁড়ের গলা থেকে ও ফিনকি দিয়ে রক্তের বন্যা বইয়ে যাচ্ছে। এমন একটি ভয়ংকর ষাঁড়ের লড়াই উপভোগ করলো বন্দের বাজার সহ সর্বস্বত্তরের মানুষ।
এ সময় জয়ী হয় জালাল উদ্দিন এর ''আশীর্বাদ'' নামক ষাঁড়। ষাঁড়ের লড়াই যেমন দর্শকদের আনন্দ দেয়। এবং তেমনি এই লড়াই অনেকেই শিহরিত করে তুলে। এ সময় উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য মুহিবুর রহমান আপার, সেভরন বিডিএসসি শিক্ষা কর্মকর্তা ও সাংবাদিক এসএমএ হাসনাত,সৌখিন কবুতর লালন কারী মিশীন আব্দুস সামাদ। বিজয়ী ষাঁড়ের মালিক জালাল উদ্দিন এর কাছে জানতে চাইলে বলেন। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ষাঁড়ের লড়াই এর ঐতিহ্যবাহী ধরে রাখতে এই ষাঁড়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj