মাধবপুর প্রতিনিধি- মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে আদমপাচারে আদমপাচারকারীরা সক্রিয় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,ভারতীয় সীমান্তবর্তী মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে আদমপাচার বেড়েই চলছেই। আদমপাচারে সক্রিয় রয়েছে স্থানীয় আদমপাচারকারীরা । বিভিন্ন সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যদের তৎপরতায় অবৈধভাবে আদমপাচারকালে লোকজন ধরা পরলেও মূল পাচারকারীরা থেকে যায় ধরা ছুয়ার বাহিরে। বিজিবি সূত্রে জানা যায়,গত ৪ মাসে শুধুমাত্র উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারকালে বিজিবি সদস্যদের হাতে ২৭ জন লোক আটক হয়েছে। বিশেষ সূত্রে জানা যায়,মাধবপুর উপজেলার হরষপুর থেকে সাতছড়ি পর্যন্ত ৫৫ কিলোমিটার সীমান্তবর্তী এলাকা দিয়ে আদম পাচারকারীরা বিভিন্ন কৌশলে বাংলাদেশ থেকে ভারতীয় কাঁটাতারের বেড়া ভেদ করে লোকজনকে পাচারকরে থাকে।এ কাজে পাচারকারীরা ভাড়া চালিত মোটরসাইকেল,প্রাইভেটকার,অটোরিক্সা ব্যবহার করছে।পাচারকারীদের প্রতিরোধের জন্য সীমান্তবর্তী এলাকা বিজিবি জোয়ানদের অতন্দ্র প্রহরা থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে একশ্রেণীর চিহ্নিত আদমপাচারকারীরা আদম পাচার করে থাকেন্্্্্।আদমপাচারের চিহ্নিত স্পটগুলোর মধ্যে রয়েছে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা,নয়নপুর,কমলপুর দেবীপুর,চৈতন্যপুর,শাহজালালপুর,রাজনগর,ধর্মঘর ইউনিয়নের দেবপুর,আলীনগর,কালীকাপুরসহ,শাহজাহানপুর ইউনিয়নের কিছু স্পট দিয়ে নিয়মিত আদম পাচার হয়ে থাকে। উল্লেখিত স্পটগুলোকে আদম পাচারের অন্যতম ট্রানজিট হিসাবে ব্যবহার করছে আদমপাচারকারীরা আর আদমপাচারের সঙ্গে উপজেলার চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামের খেলু মিয়ার পুতআজিজ মিয়া(৩৫),ইউসুফ আলীর পুত্র ফরিদ মিয়া(৪৫) এবং সফিক মিয়া(৩৫),কমলুর গ্রামের আঃ খালেকের পুত্র শাহজাহান মিয়া(৪৫),মতু মিয়ার পুত্র দুলাল মিয়া(৪০),মুসলিম মিয়ার পুত্র আতাউর রহমা(আতু)(৩৭),রাজনগর গ্রামের লিয়াকত আলী(২৭),নাসির মিয়ার পুত্র দুলাল মিয়া(৩২),ধর্মঘর ইউনিয়নের আলী নগর গ্রামের ইয়াকুব আলীর পুত্র শাহীন মিয়া(৩০),মিনু মিয়ার পুত্র রুকন মিয়া(২৮) জড়িত রয়েছে বলে জানা যায়।জানা যায়,প্রতি মাসে সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধিদের আদমপাচার ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্টিত হলেও এগুলো শুধু কাগজে কলমে সীমাবদ্ধ।সীমান্ত এলাকায় আদম পাচার দিন দিন বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে।তাই সীমান্তবর্তী মাধবপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যথাযথ কতৃপক্ষের নিকট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে এলাকাবাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj