চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে একটি খামারের সাহসী উদ্যোগ নিয়ে সাড়া ফেলেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলহাজ্ব নুরুল ইসলাম। পৌরশহরে বড় পরিসরে গরু মোটাতাজাকরন খামারের সাহসী পদক্ষেপ প্রশংসিত হচ্ছে সর্বমহলে। তার এই খামারে প্রায় ১০০ গরু মেটাতাজাকরনের ব্যবস্থা রয়েছে।
জানা যায়, চুনারুঘাট পৌরশহরের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আলহাজ্ব নুরুল ইসলাম কর্মজীবনে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন।
তার এই সাহসী উদ্যোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। বড় পরিসরে একটি গরু মোটাতাজাকরনের খামারের প্রয়োজন ছিলো।
তিনি আরো বলেন, খামারের গরুদের মোটাতাজাকরনে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করা হবে। এর ফলে খামারেই ঘাস উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গরুর গোবর থেকে উৎপাদিত বায়োগ্যাস প্লান্টের মাধ্যমেও গ্যাসের চাহিদা পূরণেরও পরিকল্পনার কথা জানান আলহাজ্ব নুরুল ইসলাম।
বর্তমান প্রেক্ষাপটে এমন একটি উদ্যোগ সকলেরই অনুপ্রেরণা যোগাবে। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের উৎসাহের কারন হবে খামারটি বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
খরচ বিষয়ে নুরুল ইসলাম বলেন, এতো বড় একটি প্রজেক্টে অনেক টাকা ব্যায় হচ্ছে৷ কেননা একটি মানসম্মত গরুর খামার তৈরি করতে আমি আমার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, আলহাজ্ব নুরুল ইসলাম চুনারুঘাটের একজন সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি ও বিশিষ্ট ব্যবসায়ী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj