চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ১০০টি ঘোড়াকে টেক্কা দিয়ে সোনিয়া আক্তার (১২) জিতে নিলো প্রথম পুরস্কার মোটরসাইকেল। উপস্থিত কয়েক হাজার দর্শকের কাছে যা ছিল অবিশ্বাস্য!
শনিবার (১৩ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় শাইলগাছ গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_72263" align="alignnone" width="300"] ১০০ ঘোড়াকে টেক্কা দিয়ে ছোট্ট সোনিয়ার মোটরসাইকেল জয়[/caption]
সাতক্ষীরা, বগুড়া, টাঙ্গাইল ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে ১০০ জন প্রতিযোগী ঘোড়া দৌড়ে অংশ নেন। এতে প্রথম হয় সোনিয়ার ঘোড়াটি।
সোনিয়ার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বকলা গ্রামে। বাবার নাম মতিউর রহমান।সে একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সোনিয়া টাঙ্গাইল জেলার সখিপুর গ্রামের আবুল হাশেমের হয়ে চুনারুঘাটে এসে প্রতিযোগিতায় অংশ নেয়।
সোনিয়া জানায়, ছয় বছর বয়স থেকেই সে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতাম। সেই থেকে দেখতে দেখতে শিখতে থাকে। আর তাকে সহযোগিতা করতেন একজন নিকটাত্মীয়। সোনিয়াদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা না থাকায় তার লেখাপড়াও অনিশ্চিত ছিল। কিন্তু গত চার বছর ধরে সে টাকার বিনিময়ে অন্যজনের হয়ে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় এবং সেখান থেকে পাওয়া অর্থ যোগান দেয় সংসারে। একইসঙ্গে নিজের লেখাপড়ার ব্যয়ও নিজেই বহন করে মেয়েটি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাইলগাছ গ্রামের প্রায় আড়াই মাইল দীর্ঘ মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আসা-যাওয়ায় পাঁচ মাইল। সোনিয়া এই ৫ মাইল পথ পাড়ি দিয়েছে অপ্রতিরুদ্ধ গতিতে। বাকি ১০০ প্রতিযোগির ঘোড়া দৌড়ের শুরু থেকে শেষ পর্যন্ত তার অনেক পেছনে ছিল।
প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে আবুল হাশেমেরই ঘোড়া। তিনি পেয়েছেন আরও একটি করে রেফ্রিজারেটর ও টেলিভিশন। এ সময় মাঠের চারদিকে উপস্থিত কয়েক হাজার নারী-পুরুষ ছোট্ট মেয়ে সোনিয়ার উদ্দেশে করতালি দিতে থাকেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের,স্থানীয় চেয়ারম্যান কাউছার বাহার,চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj