নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চল দিনারপুরে পাহাড়ী টিলা থেকে মাটি কাটা ও টিলার গাছ, বাঁশ কর্তনের খবর পেয়ে মধ্য রাতে পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জহুর হোসেন (২৪) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া পাহাড় কাটায় ব্যবহৃত এক্সকেভিটর মেসিন, গাছ ও বাঁশ জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে উপজেলার দিনারপুর পাহাড়ি এলাকায় অবৈধভাবে মাটি,গাছ ও বাঁশ কেটে আসছিল একদল অসাধু লোক। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পানিউমদা এলাকায় শুক্রবার (১২ মার্চ) রাত সোয়া ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি এক্সকেভিটর মেসিন কর্তনকৃত গাছ ও বাঁশসহ উপজেলার করগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুল কদ্দুসের পুত্র জহুর হোসেন(২৪) কে আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(চ) ধারার অপরাধের দায়ে ধারা ১৫(১) অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।
আটককৃত এক্সকেভিটর সরকারের নামে বাজেয়াপ্ত এবং গাছ ও বাঁশ বিধি মোতাবেক নিলামে বিক্রি করার জন্য ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন কাজে সহায়তা করে নবীগঞ্জ থানার গোপলার বাজার ফাঁড়ির এস.আই ফিরোজ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ। অভিযানের খবরটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj