কামরুজ্জামান আল রিয়াদঃ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগান যুবাদের বিপক্ষে সিরিজের জন্য ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।
প্রাথমিক দল থেকে চুড়ান্ত দলেও সুযোগ পেয়েছেন শায়েস্তাগঞ্জ উপজেলার চরনুর আহমদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মহিউদ্দিন তারেক।
ছোট বেলা থেকেই পড়াশুনার পাশাপাশি ক্রিকেটের প্রতি টান ছিলো তারেকের। হাফেজি পড়া শেষ করে ২০১৬ সালে বিকেএসপিতে ভর্তি হয় সে। ইতিমধ্যে তারেক অনুর্ধ ১৬, ১৭,১৮ দলে খেলেছে। পেস বলার হিসেবে স্কোয়াডে জায়গা পেলেও ব্যাটিংয়েও যথেষ্ট ভাল সে। সম্প্রতি ইয়ূথ টুর্নামেন্টে অলরাউন্ডার পারফরম্যান্সের কারনে বিসিবি ঘোষিত ৪৫ জনের প্রাথমিক দলে সুযোগ পেয়েছিল তারেক ।
এবিষয়ে তারেকের বড়ভাই মিজানুর রহমান রুমান দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন, ছোট বেলা থেকেই তারেকের ক্রিকেটের প্রতি প্রচুর আগ্রহ ছিল। হাফিজি পড়ার পাশাপাশি তারেক নিয়মিত ক্রিকেট খেলত। তারেক যে বছর কোরআনে হাফেজ হয় সে বছরই বিকেএসপিতে চান্স পায়। বিকেএসপিতে সুযোগ পাওয়ার পর নিয়মিত ভালো পারফরম্যান্সের কারনে অনুর্ধ ১৬,১৭,১৮ দলেও খেলেছে। আমি আশাবাদি জাতীয় দলেও সুযোগ পাবে তারেক।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj