নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে বদলপুর ইউনিয়নে ফসলী জমি ও নদীর তলদেশ কেটে বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রশাসনের বারবার অভিযান পরিচালনায় জরিমানা, মেশিন, পাইপ জব্দ ও ধ্বংস করার পরও আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে সংঘবদ্ধ বালু খেকো চক্রটি।
অভিযোগ রয়েছে সংঘবদ্ধ চক্রটি স্হানীয় প্রভাবশালী হওয়ায় ভয়ে স্থানীয় এলাকাবাসী এ বিষয়ে কোন প্রতিবাদ করতে পারছে না। এদিকে ক্রমাগত বালু উত্তোলনের ফলে আশপাশের ফসলী জমি, রাস্তাঘাট,নদী পাড়ের জন জীবন ভাঙ্গনের আতঙ্কে রয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রামের নদীর পাড়ে ছোট শেলো পাম্পের ড্রেজার মেশিন দিয়ে ফসলী জমি কেটে বালু উত্তোলন করা হচ্ছে। কয়েক মাস আগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেশিন ও পাইপ জব্দ ও ধ্বংস করার পর কিছুদিন বিরতি দিয়ে সম্প্রতি আবার বালু উত্তোলন করা হচ্ছে।
অপরদিকে বদলপুর ইউনিয়নের সাতগাঁও উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালনী কুশিয়ারা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করছে আরেকটি প্রভাবশালী চক্র। নদী থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের কারণে ইতোমধ্যে নদীর পাড়ে ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের কারণে আগামী বর্ষা মৌসুমে বদলপুর ইউনিয়নের পিরোজপুর, বদলপুর, মাটিয়াকাড়া, মাহমুদপুরসহ বেশকটি গ্রাম নদী ভাঙ্গনের কবলে পড়ে বিরাট ক্ষতির সম্মুখীন হবে ইউনিয়নবাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj