অনলাইন ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে উত্তাল সারাদেশ। এ অবস্থায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারি) আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর সমাজ ও রাষ্ট্র ভাবনা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শনিবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বান করে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান কত দ্রুত খুলে দেওয়া যায় সে জন্য এই শনিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক রয়েছে। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা জানেন এসএসসির জন্য ৬০ কর্মদিসের এবং এইচএসসির জন্য ৮৪ কর্মদিবসের সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছি। সেটির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান যত দ্রুত খুলে দিতে পারি, সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের জাতীয় পরামর্শক কমিটি রয়েছে তাদের পরামর্শ নিয়ে নেই। আর এটি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভাও হবে। সেদিন পরিস্থিতি কী তা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নেবো। আমরা কী পহেলা মার্চ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো? নাকি আরও কয়েকদিন সময় নিতে হবে। এটি আসলে সার্বিক করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘করোনা পরিস্থিতি এখন অন্য দেশের চেয়ে আমরা অনেক ভালো আছি। সেটি যেনও আমাদের কোনও ভুল সিদ্ধান্তের জন্য খারাপ দিকে না যায়। সেই জন্য গণমাধ্যমসহ সকলের সহযোগিতা চাই।’
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছরের ১৭ মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে কওমি মাদ্রাসাছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj