বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি অটোরিক্সা খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগানবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিএনজি চালক হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের ফজলু মিয়ার ছেলে তোফায়েল আহমদ (২২)।
স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে বাহুবল হাসপাতাল পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আহতরা হলেন, দৌলতপুর গ্রামের আজগর আলী (৬০) একই গ্রামের মাসুদা আক্তার (৩৫) ও বাহুবল পল্লীবিদ্যুতের স্টাফ মুসলিম (৪০)।
বাহুবল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, তাদের অবস্থা আশংকাজনক থাকায় তাদেরকে সিলেট রেফার্ড করা হয়েছে।
বেলা ১টা এ রিপোর্ট লেখাপর্যন্ত বিক্ষোব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে।
এ সময় বাহুবল মডেল থানার এসআই মান্নানের বহনকৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।
তবে পুলিশ ও প্রশাসনের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আলমগীর কবির।
তিনি জানান, সিএনজি চালিত অটোরিকশা মহাসড়কে চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এরপরও কিছু সিএনজি মহাসড়কে ধাপিয়ে বেড়াচ্ছে। প্রায় সময়ই হাইওয়ে পুলিশ সিএনজি অটোরিকশা আটক করে।
মঙ্গলবার বেলা ১০টার দিকে মহাসড়কে উঠার কারণে একটি অটোরিকশাকে ধাওয়া করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টহল দল। এ সময় সিএনজি অটোরিকশাটি দ্রুত পালাতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৩ যাত্রী। তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এদিকে, ঘটনার পর বিক্ষোব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। এ সময় তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। মহাসড়ক অবরোধের কারণে রাস্তার দুইপাশে শত শত যানবাহন আটকা পড়েছে।
পুলিশ ও প্রশাসনের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে বলেও জানান ওসি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj