আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ: ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবীগঞ্জ থানার নবাগত ওসির মতবিনিময় অনুষ্ঠানে সদ্য বিদায়ী ওসি মো. আজিজুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন নবীগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দ।
শনিবার(২০ ফেব্রুয়ারী) নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, সদ্য বিদায়ী ওসি আজিজুর রহমান ছিলেন একজন মানবিক পুলিশ কর্মকর্তা। মামলা গ্রহণ না করে বিভিন্ন জটিল ও বড় বড় সমস্যা সমাধান করেছেন শালিস বিচারের মাধ্যমে। এর ফলে থানায় মামলার হার বিগত সময়ের চেয়ে অনেক কমে এসেছে। দায়িত্ব পালনকালে একাধিক হত্যাকান্ডসহ অনেক জটিল মামলার রহস্য উদঘাটন করেছেন স্বল্প সময়ের মাঝে।
‘পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে বাস্তবায়ন করতে অসুস্থ শরীর নিয়েও সার্বক্ষণিক মানুষের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। ‘জনতার ওসি’ হিসেবে আপামর জনসাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন সদ্য বিদায়ী ওসি আজিজুর রহমান।
বক্তব্যে বক্তারা আরও বলেন, ওসি আজিজুর রহমানের বিদায়ে নিরব কান্না কাঁদছে নবীগঞ্জবাসী। তাঁর কর্মকান্ডে মাধ্যমেই আজীবন সাধারণ মানুষের মনের মনি কোঠায় স্বরণীয় হয়ে থাকবেন তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার নবাগত ওসি মো. ডালিম আহমদ, বিদায়ী ওসি মো. আজিজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সহ সভাপতি শাহ সুলতান আহমদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, নির্বাহী সদস্য ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল হোসেন, মো. সরওয়ার শিকদার, আলমগীর মিয়া, এম এ মুহিত, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, ছাদিকুল ইসলাম, এমএ আহমদ আজাদ, রাকিল হোসেন, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, নাবিদ মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক মো. শওকত আলী, সদস্য আবু তালেব, জাকির হোসেন চৌধুরী, নুরুজ্জামান ফারুকী, মুহিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নবীগঞ্জ থানার এস আই সমীরণ চন্দ্র দাশ।
উল্লেখ্য, নবীগঞ্জ থানার সদ্য বিদায়ী ওসি মো. আজিজুর রহমানকে সুনামগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। ওসি মো. আজিজুর রহমান ২০১৯ইং সালের ১৮ অক্টোবর তিনি নবীগঞ্জ থানায় যোগদান করেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj