ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০১১ সালে সাকিব আল হাসানের অভিষেক হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সেখানে কাটিয়েছিলেন ছয় মৌসুম।
এরপর দুই মৌসুমের জন্য গিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ। এবার সাকিব ফিরলেন কলকাতায়।
২০২১ আইপিএলের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে (প্রায় পৌনে চার কোটি টাকা) কিনে নিয়েছে কলকাতা। সাকিবের জন্য তাদের সঙ্গে কিংস ইলেভেন পাঞ্জাব লড়াই করলেও শেষ পর্যন্ত আর পারেনি তারা।
সাকিবের জন্য তার ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে প্রথম ডাক দিয়েছিল কলকাতা। এরপর দাম বাড়িয়ে ২ কোটি ২০ লাখ রুপি হাঁকিয়েছিল পাঞ্জাব। তিনবার দর কষাকষির পর কলকাতা ৩ কোটি ২০ লাখ রুপি দিয়ে দলে ভেড়ায় সাকিবকে।
২০১১ সালে সাকিবকে প্রথমবারের মত দলে ভিড়িয়েছিল কলকাতা। এরপর সাকিবের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরও তার দাম শোধ করে তাকে দলে রেখেছিল শাহরুখ খানের মালিকানাধীন এই দল।
কিন্তু ২০১৮ সালের আইপিএলের নিলামের আগে তাকে ছেড়ে দেয় কলকাতা। সেবারের নিলামে ২ কোটি রুপির বিনিময়ে সাকিবকে দলে ভিড়িয়েছিল হায়দরাবাদ।
আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ২১.৩১ গড়ে তার সংগ্রহ ৭৪৬ রান করেছেন সাকিব। সঙ্গে ২৮ গড়ে নিয়েছেন ৫৯টি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj