নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নে সুরাবই ফ্রীজ কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মংগলবার (১৬ ফেব্রুয়ারী) রাত ৯ টায় সুরাবই করমামদপুরের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শরীর মন মানসিকতা ভাল রাখতে খেলাধুলার বিকল্প নেই। যারা নিয়মিত খেলাধুলার সাথে জড়িত থাকে তারা কখনোই কোন মাদক, অপরাধযুক্ত কাজের সাথে জড়িত থাকে না। কিন্তু দিনদিন অত্র অঞ্চলে খেলাধুলা করার জন্য পর্যাপ্ত মাঠের অভাব রয়েছে।
[caption id="attachment_71189" align="alignnone" width="300"] রানার্সআপ দল সুরাবই কুমারহাটি ক্লাবকে একটি টিভি তুলে দেওয়া হচ্ছে।[/caption]
ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল এসব কথা তুলে ধরেন। এবং আসছে শায়েস্তাগঞ্জ উপজেলার বরাদ্দ থেকে নুরপুর ইউনিয়নের সুতাং রেলওয়ে মাঠের সংস্কার করা হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন।
উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নিহা এন্টারপ্রাইজ ও সুরাবই কুমারহাটি ক্লাব। তুমুল প্রতিদ্বন্দ্বীপুর্ণ খেলায় নিহা এন্টারপ্রাইজ জয় লাভ করেছে। খেলা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় এম এ মামুন আহমেদের পরিচালনায় ও ইসহাক আলী সেবনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, বিশিষ্ট মুরব্বী, উছতার খান, মো. আছকির মিয়া, মো.নুরুল ইসলাম কাজল, মো. তাজুল ইসলাম আরজু, মো. খেলু মিয়া, মো. সারাজ উদ্দিন, প্রাক্তন খেলোয়াড় জি এম ইকবাল, ক্রীড়াবিদ গোলাম কিবরিয়া রায়হান প্রমুখ। উক্ত খেলায় রেফারি হিসেবে দ্বায়িত্ব পালন করেন সাবেক খেলোয়াড় সৈয়দ শাহান শাহ।
অনুষ্ঠিত টুর্নামেন্টের পৃষ্টপোষক হিসেবে ছিলেন নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইছহাক আলী সেবন, তিনি জানান, এখন থেকে প্রতি বছরই এরকম খেলা আয়োজন করার জন্য তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন।
আয়োজিত টুর্নামেন্টে বিজয়ী দল নিহা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মো. উজ্জ্বল মিয়ার হাতে একটি ফ্রীজ ও রানার্সআপ দল সুরাবই কুমারহাটি ক্লাবকে একটি টিভি তুলে দেয়া হয়, এবং সকল অতিথিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
খেলা দেখার জন্য দূর দুরান্ত থেকে সন্ধ্যা থেকেই দর্শকদের ঢল নামে। হাজারো দর্শক চারিপাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন।
খেলায় আয়োজক কমিটি হিসেবে ছিলেন, স্নিগ্ধ চৌধুরী, ফরাস উদ্দিন রাব্বী, সৈয়দ মোহন,আব্দুল্লাহ মামুন, আজাদুল ইসলাম জীবন, মো. মাসুদ খান, আমিনুল ইসলাম স্বপন, মুজিবুর রহমান উদয়, রবিন দাশ প্রবীণ ও সাইফুল ইসলাম।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj