নিজস্ব প্রতিবেদক : বানিয়াচং উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারে এক রাতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। ২টি ঘরের মালামাল নেওয়ার পর ৩য় দোকানে প্রবেশ করলে নূর আলম (২৩) নামে এক দুর্বৃত্তকে আটক করে বাজারের অতন্দ্র প্রহরীরা।
সে মধ্য যাত্রাপাশার মৃত আব্দুল আওয়াল এর ছেলে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে স্বীকারোক্তি অনুসারে রাতেই আরও ২ সহযোগী চুরকে আটক করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন চুরি হওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টায় আবু সালেহ মিয়ার সার ও কীটনাশক দোকানের পেছনের দরজা ভেঙ্গে ১টি মোবাইল সেট ও ৩৩ হাজার টাকা, শফিক মিয়ার টং দোকান থেকে ১ লাখ ২৩ হাজার ৫শ’ টাকার বিভিন্ন প্রকারের সিগারেট ও হামদ এন্টারপ্রাইজ থেকে ক্যাশবাক্স ভেঙ্গে নগদ ১০ হাজারসহ মোট ১ লাখ ৬৬ হাজার ৫শ’ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় বাজারের নিয়োজিত অতন্দ্র প্রহরীরা টের পেয়ে নূর আলমকে হামদ এন্টারপ্রাইজ থেকে হাতেনাতে আটক করে। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। নূর আলম এর স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মুছন মিয়া (২২) ও প্রথম রেখ বন্দের বাড়ির মো. আলাউদ্দিন মিয়ার ছেলে জুবেল মিয়াকে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রোটারিয়ান রেজাউল মোহিত খান জানান, দূর্বৃত্ত যেই হউক না কেন তাদের কোন ছাড় নয়। দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে। ব্যবসায়ীদের সম্পদ রক্ষায় এ ক্ষেত্রে বাজার কমিটি যে কোন কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে দেখেছি যে দোনগুলোতে চুরি হয়েছে যথেষ্ট নিরাপত্তার ঘাটতি রয়েছে। হালকা টিন দিয়ে বেড়া এবং কাঠের দরজা। ব্যবসায়ীদেরকে আরও সতর্ক হতে হবে বাজারে সিসি টিভি লাগানোর জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে ভাবতে হবে। আর এ বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি।
এসময় উপস্থিত ছিলেন এস আই আব্দুর রহমান, এস আই মুহিত আলম, ব্যকস এর সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক মো. মস্তোফা মিয়া, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, কোষাধ্যক্ষ দিদারুল আলম বাবলু, ক্রীড়া ও প্রচার সম্পাদক মোশাহিদ মিয়া, নির্বাহী সদস্য আবু জাফর, হাফেজ আব্দুল মুকিত ও রবিউল আলম রবিসহ গণমাধ্যমের কর্মীবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj