সৈয়দ হাবিবুর রহমান ডিউক : শায়েস্তাগঞ্জে হারিয়ে যাওয়া দুটি গরু শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সহায়তায় ফেরত পেয়েছেন গরুর মালিক। এতে করে প্রশংসিত হয়েছে পুলিশ। জানা যায়, উপজেলার নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের জোয়াদ উল্লাহ টিলার মো. ফারুক মিয়ার দুটি গরু চরে ঘাস খাওয়ার জন্য দিয়েছিলেন, কিন্তু অনেক খোজাখুজি করে ও গতকালকে খুজে পাননি।
গতকাল বুধবার রাত ২ টার সময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ মহাসড়কে টহল দিচ্ছিল, এ সময় শায়েস্তাগঞ্জের অলিপুরের স্কয়ার গেইটের সামনে দুটি গরু দেখতে পান এস আই এস আই কমলাকান্তি।
পরে শায়েস্তাগঞ্জ থানার এস আই জসিম ও এ এস আই বিধানসহ অন্যান্য পুলিশের সহযোগীতায় শায়েস্তাগঞ্জ থানায় নিয়ে হেফাজতে রাখা হয়। পরে হারানো গরুর সন্ধান পেলে নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছ মিয়ার সহযোগিতায় গরুর মালিক ফারুক মিয়া শায়েস্তাগঞ্জ থানায় যোগাযোগ করলে উপযুক্ত প্রমাণের মাধ্যমে গরু দুইটি ফেরত দেয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় হারিয়ে যাওয়া গরুগুলো হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার এস আই কমলাকান্তি বলেন, হারানো গরুগুলো ফেরত দিতে পারে নিজের কাছেই বেশ ভাল লাগছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj