নবীগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের সিকান্দারপুর থেকে বরযাত্রী নিয়ে যাওয়ার সময় নবীগঞ্জ শহরের জে কে হাই স্কুলের সামনে হিজরাদের হামলায় আহত হয়েছেন নবীগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রাণেশ দেবের ভাই নিপেশ দেব (৫০)।
ঘটনাটি ঘটেছে বুধবার (১০ ফের্রুয়ারী) বিকেলে। এ ঘটনায় এক হিজরাকে আটক করেছে পুলিশ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যান স্থানীয়রা। এসময় আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক নিপেশ দেবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিপেশ দেব জানান, বানিয়াচংয়ের সিকান্দারপুর থেকে একটি বিয়ের বরযাত্রী নিয়ে মাইক্রোবাসে করে হবিগঞ্জ যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে নবীগঞ্জ শহরের থানা পয়েন্টে আসলে একদল হিজরা মাইক্রোবাসের গতিরোধ করে বরযাত্রীর কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। বরযাত্রীরা এত টাকা কেন দেবে বললে আমার উপর এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাত করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান বলেন, বিয়ের বরযাত্রী নিয়ে যাওয়ার সময় হিজরাদের একটি সংঘবদ্ধ দল চাঁদা দাবি করলে না দেয়ায় নিপেশ নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এতে তিনি চরম আহত হন। প্রাথমিকভাবে আটককৃত হিজরার পরিচয় জানা যায়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj