শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে সর্বত্র অবাধে চলাচল করছে নসিমন-করিমন, সেঁচ পাম্প চালিত টমটম ও পাওয়ার টিলার ইঞ্জিন দিয়ে তৈরী বডবডি।
শায়েস্তাগঞ্জ পৌর শহরে প্রাণঘাতক নসিমন করিমনের নির্র্বিগ্নে চলাচল করার সুযোগ পাওয়ার কারনে এর সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
নিয়ন্ত্রনহীন এসব বাহনের চাপায় পড়ে প্রতি দিন নিরীহ পথচারিদের দূর্ঘটনার পড়ে আহত হওয়ার ঘটনা ঘটছে।
জানা যায়, ব্যাটারি চালিত টমটম থেকে ব্যাটারি ফেলে দিয়ে পানি সেঁচের পাম্প মেশিন বসিয়ে টমটমগুলো রাস্তায় বেপরোয়া ভাবে চলছে। সরকারি কর্তৃপক্ষের অনুমোদনহীন এসব বাহনগুলো প্রতি নিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে। প্রাণহানী করছে নিরীহ যাত্রীদের।
উল্লেখ্য, শায়েস্তাগঞ্জে হাসপাতালের সামনে অবৈধ পাওয়ার টিলার স্ট্যান্ডের মাধ্যমে পৌর শহরে নসিমন-করিমন ও পাওয়ার টিলার চলাচল করে।
প্রশাসনের যেন চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। এদের কারনে শহরেও যানযট সৃষ্টি হয় বলে জানাযায়।
এসব গাড়ির কোন নাম্বার না থাকায় ভূক্তভোগিরা ক্ষতিপূরনের কোন রকম সহযোগীতা পায়না বলে জানা যায়।
শায়েস্তাগঞ্জে সর্বত্র এসব ঝুকিপূর্ণ যান দিয়ে নির্মান সামগ্রী, খাদ্যদ্রব্য, আসবাবপত্র বহন করা হয়। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলাচল করে এগুলো। বিকট আওয়াজে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা ভুগতে হয়। নষ্ট করে এলাকার শান্ত পরিবেশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj