জিন্নাহ চৌধুরী,চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের ২০২১ সালের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২জানুয়ারী) দুপুর ১২ ঘটিকায় সাতছড়ি জাতীয় উদ্যানে চুনারুঘাটের বিভিন্ন সাংবাদিক ইউনিটের সাংবাদিকদের নিয়ে আয়োজনে এতে সভাপতিত্ব করেন,যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ আলমগীর তালুকদার এবং এনটিভির সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চুর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরফ বার্তার সম্পাদক ও চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ফারুক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দীন সামছু।
জানা যায়, অনুষ্ঠানে সাংবাদিকদের কল্যাণের পাশাপাশি একত্রে থাকার ও দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যাপক আলোচনা করা হয়। পরে সাংবাদিক নুরুল আমিন চিশতীর কাঁটাতার পেরিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম,চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন চিশতী, সেক্রেটারি আবুল কালাম আজাদ, জিটিভির অনলাইন সম্পাদক মীর জুবায়ের, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সেক্রেটারি সাংবাদিক মিজানুর রহমান, বিজয়ের প্রতিধ্বনি সাংবাদিক শাহজাহান জলি,কাজী সুজন,মুহাম্মদ আলী জিন্নাহ চৌধুরী, সাংবাদিক ফোরামের সভাপতি আলাউদ্দিন আহমেদ, সেক্রেটারি রায়হান আহমেদ, কমিউনিটি নেতা রফিকুল ইসলাম রফিক, ব্যবসায়ি নুরুল ইসলাম তোতা,মোহাম্মদ সুমন প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj