নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ১৯ জানুয়ারী মঙ্গলবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে সিনিয়র সাংবাদিক এম মুজিবুর রহমানের বাড়িতে শাহ্ আব্দুল করিম বাউল গোষ্ঠী হবিগঞ্জ, সিলেটের উদ্যোগে নবীগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও গুণীজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে৷
শাহ্ আব্দুল করিম বাউল গোষ্ঠী হবিগঞ্জ সিলেট এর সভাপতি বাউল প্রাণকৃষ্ণ গোপ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গীতিকার ও সাংবাদিক এম.মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব নবীগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি উত্তম কুমার পাল হিমেল৷ শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এম.এ আহমদ আজাদ, বিদায়ী সভাপতি মোঃ সরওয়ার শিকদার, নবীগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া তালুকদার, সহসভাপতি শাহ্ সুলতান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শামীম, বিশিষ্ট গীতিকবি এনামুল হক আখলী, ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল, গীতিকার এখলাছুর রহমান আজাদ, গীতিকবি শাহ্ আলমগীর, সৈয়দ মাসুম আহমেদ, বিশিষ্ট গীতিকবি মামুনুর রশিদ, গীতিকার হাবিবুর রহমান,. প্রবীন শিল্পী ইছাক মিয়া, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক গীতিকার বশর বাউল, মোঃ শাহ জাহান মিয়া, গীতিকার কয়েছ আহমেদ, গীতিকার উবেদ মিয়া, আজাদ, গীতিকার হাবিবুর রহমান, কন্ঠশিল্পী আহমেদ রুবেল, সিএনজি শ্রমিক নেতা রোমান আহমেদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ৷ পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেট ঢাকা ও কুষ্টিয়া থেকে আগত রেডিও টিভি'র বাউল সম্রাট ওস্তাদ শাহ্ আব্দুল করিমের অন্যতম শিষ্য বাউল প্রাণকৃষ্ণ গোপ, সাধারণ সম্পাদক এম.মুজিবুর রহমান, ঢাকার শিল্পী জুমুর রানী, পাবনা থেকে আগত কল্পনা সরকার, টুনি দেওয়ান, বাউল চেরাগ আলী, বাউল শান্তা ইসলাম, সিলেটের সোনিয়া সরকার ও নবীগঞ্জের রকিসহ অন্যান্য শিল্পীবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj