"তুই চলে যা,করোনা"
আহা! করোনা, করোনা আর করোনা!
কতোদিন এই চার দেয়ালে ইট পাথর
টাইলসের সুউচ্চ বাড়ির মধ্যে বন্দি
আছে জীবন! আবার কবে দেখবো
প্রাণভরে সবুজের ছড়াছড়ি মাঠঘাট,
সোনালি ধানের ক্ষেতে বাতাসের ঢেউলাগা
মুগ্ধ মূহুর্ত, নতুন ধানের গন্ধ মাখা সকাল,
খেজুরের রসের হাঁড়ি নামিয়ে ব্যস্ত
গাছিদের রসভরা কলসি নিয়ে সুলতানীয়
হেঁটে চলা, প্রেয়সী নদীর দুর্দান্ত ঢেউয়ে
টালমাটাল ভালোলাগা, ইচ্ছে হলেই ওর
বুকে ঝাঁপিয়ে পড়া হয় না কতো দিন!
ইচ্ছে হলেই মেঘ ছুঁয়ে ধরা সাজেক
যাই যাই করেও যেতে পারিনি তার জন্য
খুচরো দুঃখবোধ এখনো রয়ে গেছে আমার,
জাফলং এর পাহাড়ি নদী পিয়াইন যেনো
আবার ডাকছে আমায় - আয়, আয়, আয়!
অথচ পারছি না যেতে, কিছুটা ভয় এবং
কখনো সময়ের স্বল্পতায়।
ইচ্ছে হয় নিজের ছেলেবেলার রাঙ্গামাটি
এবং শায়েস্তাগঞ্জ আবার ঘুরে দেখে আসি,
আবার পুরনো স্মৃতির ঝাপি খুলে দিয়ে
ওখানকার বন্ধুদের সাথে তুমুল আড্ডায়
কাটিয়ে দিই পুরো একপক্ষ কাল!
কিন্তু পারছি কোথায়!
করোনা তুই চলে যা,
দোহাই লাগে আল্লাহর!
তুই চলে যা, করোনা।
লেখক,
গোলাম কবির।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj