নিজস্ব প্রতিবেদকঃ প্রতিষ্ঠার পর ১৬ বছর পেরিয়ে গেলেও আইনি জটিলতায় একবারও নির্বাচন হয়নি হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভায়। ১৬ বছর ধরে প্রশাসকের পদে রয়েছেন বিএনপি নেতা গোলাম ফারুক। যথাসময়ে নির্বাচন না হওয়ায় পৌরসভায় কাঙিক্ষত উন্নয়নও হয়নি। অবশেষে পৌর প্রশাসক পদ থেকে গোলাম ফারুককে অব্যাহিত দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
পাশাপাশি পৌর প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)। পৌরসভার সার্বিক বিষয় তদারকির দায়িত্বও দেয়া হয়েছে তাকে।
এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশের ১৫ দিন অতিবাহিত হলেও দায়িত্ব হস্তান্তরে গড়িমসি করছেন গোলাম ফারুক। পদ আখড়ে রাখতে আদালতে রিটও করেছেন তিনি।
গত বছরের ২১ ডিসেম্বর প্রশাসকের পদ থেকে গোলাম ফারুককে অব্যাহতি দেয়া হয়। তবে সম্প্রতি বিষয়টি জানা গেছে। সর্বশেষ রোববার (১০ জানুয়ারি) চিঠি দিয়ে তাকে দায়িত্ব হন্তান্তর করতে বলা হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান খান বলেন, ‘চিঠি ইস্যু হয়েছে গত ২৪ ডিসেম্বর। কিন্তু আমরা চিঠি হাতে পেয়েছি ৪ জানুয়ারি। চিঠি পাওয়ার পর প্রশাসক মো. গোলাম ফারুককে দায়িত্ব হস্তান্তরের জন্য একাধিকবার মৌখিকভাবে বলা হয়েছে। কিন্তু তাতে তিনি সাড়া না দেয়ায় রোববার চিঠির মাধ্যমে দায়িত্ব হস্থান্তর করতে বলা হয়েছে। এরপরও যদি দায়িত্ব হস্থান্তর না করেন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
অব্যাহতিপ্রাপ্ত পৌর প্রশাসক গোলাম ফারুক বলেন, ‘আমি চিঠি হাতে পেয়েছি। তবে আমাকে যে ধারায় অব্যাহতি দেয়া হয়েছে সেটি বেআইনি। যে কারণে আমি আদালতে একটি রিট মামলা করেছি। এ সপ্তাহেই রিটের শুনানি হবে। শুনানি না হওয়া পর্যন্ত আমি দায়িত্ব হস্তান্তর করব না।’
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের ২১ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ফারজানা মান্না স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, মো. গোলাম ফারুককে আজমিরীগঞ্জ পৌরসভার প্রশাসক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসকের দায়িত্ব পালনসহ পৌরসভার সার্বিক বিষয় তদারকি করার নির্দেশ দেয়া হয়েছে।
২০০৪ সালের ২১ জানুয়ারি আজমিরীগঞ্জ উপজেলা সদরকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। তখন প্রশাসক হিসেবে নিয়োগ পান তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই বছরের ডিসেম্বরে প্রশাসক পদে নিয়োগ পেয়েছিলেন বিএনপি নেতা গোলাম ফারুক। এরপর শুরু হয় ওয়ার্ড বিভক্তিকরণ কার্যক্রম। তবে উপজেলা সদরের নোয়াগাঁও, ফতেহপুর ও শুক্রবাড়ি গ্রাম পৌরসভা থেকে বাদ পড়ে।
গ্রাম তিনটি পৌরসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে উচ্চ আদালতে রিট করেন তৌহিদ মিয়া নামের এক ব্যক্তি। এর পরিপ্রেক্ষিতে ওয়ার্ড বিভক্তিকরণ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ জারি করেন আদালত। এরপর কেটে যায় ১৪ বছর। এ দীর্ঘ সময়ে পৌরসভায় কোনো মেয়র না থাকায় থমকে রয়েছে উন্নয়ন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj