আকিকুর রহমান রুমনঃ-হবিগঞ্জের বানিয়াচংয়ের এক পুলিশ সদস্য শহীদ বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকার পরও মুক্তিযোদ্ধা ভাতাসহ কোন প্রকার সুযোগ সুবিধা পাচ্ছেন না মা-মেয়ে।
ঐ মুক্তিযোদ্ধার বিষয়টি হবিগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে পুলিশ বাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা সংক্রান্ত এক অনুসন্ধানীয় প্রতিবেদন তদন্তে বানিয়াচংয়ের শহীদ বীরমুক্তিযোদ্ধা তাবারক আলীর নামটি উঠে এসেছে। এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের তালিকায় নাম থাকা স্বত্ত্বেও ওই শহীদ বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী ও একমাত্র মেয়ে মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে কোন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না আজ পর্যন্ত।
ঐ মুক্তিযোদ্ধা পরিবারের কাগজ পত্র পর্যালোচনা করে দেখা যায়,শহীদ হওয়া মুক্তিযুদ্ধা তাবারক আলী
৪০৪২/স্মারক নাম্বারে(আরওআই) ৩০/১০/২০১৭ ইংরেজীর পত্র মারফতে এই তথ্য পাওয়া যায়,বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিন-পূর্ব ইউনিয়নের কালিকাপাড়া গ্রামের কলিমুল্লা‘র পুত্র তাবারক আলী বানিয়াচং থানা এলাকার প্রাপ্ত তালিকার ২৩ নম্বর ক্রমিকের বাংলাদেশ পুলিশ কনস্টেবল/১৯৯৭ পরিচয়।
তাবারক আলী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে মহান স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন তিনি।
পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্সের বাঙ্গালী পুলিশ সদস্যগনের মধ্যে যাহারা প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ গড়ে তোলেন তাহাদের মধ্যে শহীদ তাবারক আলী ছিলেন অন্যতম।
রাজারবাগ পুলিশ লাইনের প্রতিরোধ যুদ্ধে পাক হানাদার বাহিনীর বুলেট বিদ্ধ হয়ে তাবারক আলী শহীদ হয়েছেন মর্মে তাহার পারিবারিক ও স্থানীয় সূত্রে প্রকাশ পায়।
প্রতিরোধ যুদ্ধে শহীদ হওয়ার সময় শহীদ বীর মুক্তিযোদ্ধা তাবারক আলী বিবাহিত ছিলেন এবং এক কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।তার স্ত্রী‘র নাম মোছাঃকার্তিক বিবি এবং কন্যার নাম তাহমিনা বেগম।
তার স্ত্রী ও কন্যা উভয়ই এখনো জীবিত আছেন।
শহীদ বীর মুক্তিযোদ্ধা তাবারক আলী‘র আপন ছোট ভাই হাবিবুর রহমান(৭০) একজন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।
এ ব্যাপারে হাবিবুর রহমান জানান, ১৯৬৫ সালে তাহারা দুই ভাই একত্রে সেনাবাহিনীতে যোগদানের উদ্দেশ্যে চট্রগ্রাম ক্যান্টনমেন্টে যাওয়ার পর হাবিবুর রহমান সেনাবাহিনীতে যোগদান করতে পারলেও তাবারক আলী ব্যার্থ হন।
কিন্তু তিনি বাড়িতে ফিরে না এসে সিলেট গিয়ে পুলিশ বাহিনীতে যোগদান করেন।দেশ স্বাধীনের পর খোজ নিয়ে জানতে পারি আমার ভাই রাজারবাগ পুলিশ লাইনে শহীদ হয়েছেন।
এ ব্যাপারে শহীদ তাবারক আলী‘র স্ত্রী কার্তিক বিবি জানান, শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী হয়েও সরকার থেকে কোন ধরনের সাহায্য সহযোগিতা না পেয়ে খুবই কষ্টের মধ্যে দিন যাপন করি।আমাদের দেখার মত কেউ নেই।
এ ব্যাপারে শহীদ মুক্তিযোদ্ধার একমাত্র কন্যা তাহমিনা বেগম জানান,আমার বাবার নাম মুক্তিযোদ্ধার তালিকায় থাকা স্বত্ত্বেও আমি এবং আমার মা খুব কষ্টে দিনযাপন করি।কেউ আমাদের খোজখবর নেয়না।
এ ব্যাপারে বানিয়াচং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দায়িত্বে নিয়োজিত বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন,বিষয়টি আমার জানা নেই তবে, তাদের আবেদনের পর যাচাই বাছাইকালে যদি সত্যতা পাওয়া যায় তাহলে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj