শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির(ব্যকস) নির্বাচনের একদিন আগেই মারা গেলেন সেক্রেটারী প্রার্থী মোঃ কামাল হোসেন।ইন্নালিল্লাহি...রাজিউন।
সুন্দরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন কালাপুর গ্রামের মৃত আলী হোসেনের বড় পুত্র।মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।তিনি স্ত্রী,১ কন্যা ও ৩ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে স্ট্রোকজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
ব্যকস নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সুন্দরপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষীক নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হবে বুধবার(৩০ ডিসেম্বর)।কামাল হোসেন ছিলেন ব্যকসের গত কমিটির সাধারণ সম্পাদক।আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচনে ও ছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
ভাগ্যের নির্মম পরিহাস,সবকিছু রেখে সৃষ্টিকর্তার ডাকে চলে যেতে হলো পরপারে।নির্বাচনকে ঘিরে যে বাজারে ছিল সাঁজসাঁজ রব তাঁর মৃত্যুতে সেই বাজার হয়ে গেছে নিরব-নিস্তব্ধ।সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতাকারী ২ জন প্রার্থীর মধ্যে কামাল হোসেন মারা যাওয়ায় নির্বাচন কমিশন ওই পদে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বলে জানান তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান জুয়েল।
এছাড়া সকল পদেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার(২৯ডিসেম্বর) বিকাল ৩ টায় তাঁর নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হয়েছে।
জানযায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান,সাটিয়াজুরী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট সরকার মোঃ শহীদসহ হাজারো মুসল্লীয়ান।তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছাঁয়া।শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জানাযায় অংশগ্রহনকারী সকল মুসল্লীয়ানসহ সুন্দরপুর বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ।
;
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj