নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পৌরসভা জনসংখ্যা ও ব্যবসার স্থান হিসাবে একটি গুরুত্বপূর্ণ স্থান।সামান্য বৃষ্টিতেই ঢুবে যায় শায়েস্তাগঞ্জ শহরের বিভিন্ন অংশ। রাস্তাটির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়।
প্রশাসনের কর্মকর্তাদের চোখের সামনে এই দুরাবস্থা হলেও দেখার কেউ নেই! এমন কি শায়েস্তাগঞ্জের জন প্রতনিধি ও নেত্রীবৃন্দের অবহেলার কারনে শায়েস্তাগঞ্জের রাস্তা গুলোর বেহালদশা।
সরজমিনে গিয়ে দেখা যায়, বিশেষ করে ষ্টেশনের সামনে বেশি জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ট্রেন যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। শায়েস্তাগঞ্জ পৌরসভা হওয়ায় পর থেকে মোটামোটি উন্নয়ন মূলক কাজ হলেও যথাযথ রক্ষনাবেক্ষনের অভাবে এগুলার যথোপযুক্ত ব্যবহার হচ্ছেনা। শুধু কাজ করা পর্যন্তই আছে। বিশেষ করে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা একেবারে নাজুক। প্রতিটি ড্রেনেই ময়লা আবর্জনার স্তূপ করে রাখায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই পানি নিস্কাশন না হওয়ায় প্রায় বন্যার মত সৃষ্টি হয়।
উল্লেখ,শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্ধারিত পরিচ্ছতা কর্মী থাকা সত্তেও এগুলোর সঠিক ভাবে পরিস্কার পরিচ্ছন্ন না করায় সামান্য বৃষ্টিতে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের জন্য কালভার্ট থাকলেও তা মাটি দ্বারা বন্ধ করে দেয়া হয়েছে। খানিকক্ষন এর বৃষ্টিতে ই রাস্তায় পানি জমে পরে। তাছাড়া রাস্তার বিভিন্ন স্থানে ভাংগা থাকার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে।রাস্তা গুলো ভাংগার পিছনে মূলত একটাই কারন পানি নিষ্কাশন এর ব্যাবস্থা নেই।
এ অবস্থার কারণে পথচারীসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিকে ভোগান্তিতে পড়তে হয়। হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে ও জুতা হাতে নিয়ে অনেকেই পানি জমে থাকা স্থানটি পার হন।পানি নিষ্কাশন এর ব্যাবস্থা না থাকার কারণে শায়েস্তাগঞ্জবাসী চরম ভোগান্তিতে আছেন। এলাকার জনসাধারনের প্রশ্ন আর কত কাল জলাবদ্ধতায় ভুগতে হবে আমাদের ?
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj