নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ শনিবার রাত ৮ টায় । আগামী সোমবার সকাল থেকে এ পৌরসভার ভোটগ্রহণ শুরু হবে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
এদিকে, নির্বাচনের শেষ দিনেও প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছে। সকালের তীব্র কুয়াশা আর শীতকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। দিচ্ছেন প্রতিশ্রুতি, চলছে ভোটের হিসেব-নিকেশ। সব মিলিয়ে স্নিগ্ধ ভোরের চায়ের কাপে ভোটের রাজনীতি শুরু হচ্ছে আলোচিত এ উপজেলায়।
শিল্পাঞ্চলে বদলে যাওয়া এ উপজেলায় পৌরসভা নিজেদের দখলে রাখতে মরিয়া আওয়ামী লীগ, বিএনপি। তবে পিছিয়ে নেই আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরাও। এজন্য উৎসবের আবহে কাজ করছে শঙ্কাও।
বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা লেভেল পেয়িং ফিল্ডের দাবি করছেন। এছাড়া একাধিক প্রার্থী নির্বাচনে ‘কালো টাকার’ ব্যবহার হচ্ছে বলেও অভিযোগ করছেন। প্রার্থীরা বলছেন, নিজেদের পক্ষে ভোট টানার জন্য একাধিক প্রার্থী সুযোগ অনুযায়ী ভোটারকে টাকার বিনিময়ে আকৃষ্ট করতে চাচ্ছেন।
তবে নির্বাচন কমিশন বলছে, নির্বাচনে তারিখ ঘোষণার পর থেকেই সবার জন্য লেভেল পেয়িং ফিল্ড ছিলো। সব প্রার্থীরাই নিয়ম-অনুযায়ী প্রচার-প্রচারণা চালিয়েছেন। এছাড়া যখনই অভিযোগ এসেছে নির্বাচন কমিশন গুরুত্বের সাথে বিবেচনা করেছে।
ঢাকা-সিলেট মহাসড়ক-লাগোয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার আয়তন ১০ দশমিক ৪০ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভার মোট ভোটার সংখ্যা প্রায় ১৭ হাজার ৯৬১। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৮৩৫ জন এবং নারী ৯ হাজার ১২৬ জন। এখানে কেন্দ্র ৯টি এবং মোট কক্ষ ৪৬টি। ২০১৩ সাল থেকে ‘প্রথম শ্রেণির পৌরসভা’ হিসেবে উন্নীত হওয়া এ পৌরসভার কে হচ্ছেন নতুন মেয়র এই আলোচনা এখন সর্বত্র।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কাজ চলছে। এবারের ইভিএমে অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে আমি শতভাগ আশাবাদী।
তিনি বলেন, নির্বাচনের দিন ৯ টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও বিজিবি দায়িত্ব পালন করবে।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। আর কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী রয়েছেন।
মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাসুদউজ্জামান মাসুক, বিএনপির দলীয় প্রার্থী এমএফ আহমেদ অলি, বর্তমান মেয়র মো. ছালেক মিয়া, ফজল উদ্দিন তালুকদার ও আবুল কাশেম শিবলু এবং ইমদাদুল ইসলাম শীতল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj