নিজস্ব প্রতিবেদক : বানিয়াচংয়ে জলাশয়ে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে ২ গ্রামের সংঘর্ষের ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতেই এজাহার নামীয় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩শ জনকে আসামি করে বানিয়াচং থানার এসআই গৌতম সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন মামলার সত্যতা স্বীকার করে জানান, ২ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
অন্যদিকে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ২ গ্রামেই পুলিশি টহল জোরদার করা হয়েছে। পুলিশের ভয়ে এসব এলাকায় গা ঢাকা দিয়ে থাকছেন পুরুষরা। ফলে পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো এলাকা।
প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ৮ টায় বানিয়াচং উপজেলার ১ নং উত্তর-পূর্ব ইউনিয়নের কামালখানী গ্রাম ও মজলিশপুর গ্রামের সীমান্তে জলাশয়ে বাঁধ দেয়ার বিরোধকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জনপ্রতিনিধিসহ উভয়পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj