সৈয়দ শাহান শাহ পীর : দীর্ঘ মাসাধিকাল খেলার পর গতকাল শুক্রবার ফাইনাল খেলা অনুষ্টিত হয় ।
জানাযায়, গতকাল শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং রেলওয়ে স্টেষন মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলা শেষ হয়েছে । এতে মোট ১৬টি দল অংশগহন করে । উক্ত টুনার্মেন্টি সুরাবই গ্রামের মধ্যেই সীমাবদ্ব ছিল ।
অন্য কোনো গ্রাম এ টুনামেন্টে অংশগহন করার নিয়ম ছিল না । ফলে সুরাবই গ্রাম থেকেই ১৬টি দল বাছাই করে মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয় । দীর্ঘ মাসাধিকাল তুমুল লড়াইয়ের মধ্যে দিয়ে টুর্নামেন্টি প্রথম থেকে শেষ প্রর্যন্ত সুষ্ঠু ভাবে পরিচালিত হয় । পরিশেষে ডাক্তারবাড়ী সিক্সার্স বনাম বকুল স্মৃতি সংঘ ফাইনালে যায় ।
গতকাল শুক্রবার উক্ত দু দলের মধ্যেকার খেলায় খেলার মাঠে শত শত দর্শকের উপস্থিতে খেলা শুরু হয় ।
উক্ত খেলাটিতে রেফারী হিসেবে পরিচালনা করেন মোঃ গোলাম কিবরিয়া রায়হান, সৈয়দ শাহান শাহ পীর এবং লাইসম্যান হিসেবে ছিল মোঃ আব্দুল সহিদ, মোঃ নজরুল ইসলাম, মোঃ পারভেজ ।
যেহেতু মিনি ফুটবল টুনার্মেন্ট ছিল সেহেতু মোট ৫০মিনিট খেলা হয় । ২৫মিনিট ২৫মিনিট খেলায় কোনো দলই গোল না দিতে পারায় খেলা টাইবেকারে যায় । টাইবেকারে ডাক্তারবাড়ী সিক্সার্স ২-১গোলে জয় লাভ করে । বকুল স্মৃতি সংঘ পরাজিত হয় ।
উক্ত ফাইনাল খেলায় প্রধান ও বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন , চেয়ারম্যান মোঃ মুখলিছুর রহমান মুখলিছ, নুরপুর ইউনিয়ের আওয়ামিলিগি সভাপতি ইসায়াক আলী সেবন, শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, সাবেক ফুটবলার জি.কে ইকবাল ,বিশিষ্ট ব্যবসায়িক সৈয়দ মারুফ, সাবেক সেনা সদস্য আঃ মতিন এবং বর্তমান মেম্বার জারুন মিয়া ।
উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টি লিমন খঁান, ইমন চৌধুরী, সৈকত, সৈয়দ আলমসহ দশাধিক ব্যাক্তিবর্গের উদ্বোগে পরিচালনা হয়।
উক্ত খেলায় ১ম পুরুস্কার ছিল একটি আকর্ষণীয় রঙ্গিন টেলিভিশন ( এলইডি) ২য় পুরুস্কার : একটি আকর্ষণীয় মোবাইল ফোন এবং সম্মনা সারক পান মোট ১০জন ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj