স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার ১৬ জন অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন- ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ মহান স্বাধীনতা লাভ করে। দেশ মাতৃকার টানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ পুলিশের অকুতোভয় বীর সদস্যরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। উক্ত রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান অপরিসীম।
মুক্তিযুদ্ধে অনেক পুলিশ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যাদের মধ্যে অনেকে শহীদ হন, অনেকে আহত হন এবং অনেক সদস্য বীরত্বপূর্ণ ভূমিকার জন্য খেতাবপ্রাপ্ত হন। তাঁদের এই অবদানকে স্মরণ করার লক্ষ্যে এই সংবর্ধনা দেয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj