"বাংলাই বাঙালীর পরিচয়"
আমি জন্মেছি বাংলায়, বাংলাই আমার পরিচয় বাংলাই আমার জীবন গাঁথার স্মৃতি বয়ে রয়।
বাংলার ঐ মধুর ভাষায় আমি কথা বলি
বাংলার ঐ রাজপথ দিয়ে হাজার বছর চলি।
বাংলা আমায় সপ্ন দেখায়,
বাংলাই আমায় নতুন শেখায়।
শস্য শ্যামলা সবুজে ঘেরা, মোদের এই বাংলা সকল বাঙালীর সপ্নে ঘেরা এই বাংলা।
বাংলায় মোরা শিখেছি প্রথম, মধুর কন্ঠে গান এই বাংলাই মোদের সকলের আর্ধেকখানি প্রান।
বাঙালী মোরা এসেছি, কোথা কোথা থেকে
বাঙালী মোরা এসেছি, বাংলা মায়ের গর্ভ থেকে মোরা তো এসেছি , তেরোশত নদী থেকে মোরা তো এসেছি, শহীদ মিনার থেকে বাঙালী মোরা এসেছি, জাতীয় পতাকা থেকে বাঙালী মোরা এসেছি, শেখ মুজিবুর থেকে।
বাংলা, সে তো নয়কো দূরে
বাংলা সে তো আছে, কত বাঙালীর ভিরে
বাংলা, সে তো নয়কো দূরে
বাংলা, সে তো বাঙালীর প্রানের মাঝে
বছর বছর বাংলা মোদের
কতইনা রঙিন সজ্জায় সাজে।
বাংলা মোদের গ্ৰীষ্মকালে, তেজে ভরা রোদ বাংলাই আবার বর্ষাকালে, বৃষ্টি ঝমঝম বাংলা মোদের হেমন্তে, নবান্নের নতুন ভাত বাংলাই আবার শীতকালে, কুয়াশা ডাকা ভোর বাংলাই মোদের বসন্তে, কোকিলের মিষ্টি সুর।
বাংলা মোদের কতো শোভায়,শোরভিত হয়ে রয় এই বাংলাই মোদের সকল, বাঙালীর পরিচয়।
তাইতো মোরা শতবার, এই কথাই কবো
এই সপ্নে ঘেরা বাংলাই মোরা, আজীবন রবো
গর্ভ করিয়া তাইতো মোরা, বাংলাকে মা ডাকি শেষ নিঃশ্বাস যেনও এই, বাংলা মায়ের বুকেই রাখি।
লেখক-
তৃষ্ণা শীল,
চুনারুঘাট-হবিগঞ্জ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj