আকিকুর রহমান রুমন : হবিগঞ্জের বানিয়াচংয়ে হত-দরিদ্র ও শীতার্থ মানুষের বাড়ি বাড়ি রাতের আধারে কম্বল পৌছে দিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
যেখানে দিনের পর দিন ঘুরে কম্বল পাওয়া যায়না, সেখানে রাতের আধারে মানুষকে ডেকে ডেকে কম্বল গায়ে জড়িয়ে দিলেন নিজ হাতে।
প্রধানমন্ত্রীর উপহারের কম্বল এভাবেই বিতরন করা হয় ৯ডিসেম্বর মধ্যরাতে।
বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়ন ও ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের বনমথুরা,বুরুজ পাড়া,বিদ্যাভূষন পাড়া ও ঋষি পাড়ায়।
বনমথুরা এলাকার ৭ সন্তানের এক জননী জানান,আমার ছোট ছোট বাচ্চাগুলো সকাল-বিকাল শীতে কাপে রাইতের বেলা পাতলা কাথার নীচে শীতে কাপে।আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার লাইগা দোয়া করুম। ইউএনও স্যারের লাইগাও দোয়া করুম।
[caption id="attachment_69141" align="alignnone" width="300"] রাতের আধারে কম্বল বিতরনের দৃশ্য এটি।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা শীতার্তদের মাঝে এভাবেই বাড়ি,বাড়ি গিয়ে কম্বল বিতরন করেন।
এখানে দু'বৃদ্ধ মহিলার ঘরের সামনে কম্বল পড়িয়ে দিচ্ছেন তিনি।[/caption]
একই পাড়ার এক বৃদ্ধ লোক জানান,একটা কম্বলের লাইগা কত জনরে কইছি, কেউ দেয় নাই। এখন আল্লা আমার রাগি ঘরে পাঠাইয়া দিছইন।আল্লাগো হেরার ভালা কইর।
বিদ্যাভূষন পাড়ার অমরচান দাশ জানান,কম্বলের লাগি অখন দেহি যাওন লাগেনা। এমনই ঘরে আইসা যায়।জয় হউক মানবতার নেত্রী শেহের বেটি শেখ হাসিনার।
[caption id="attachment_69143" align="alignnone" width="300"] হত-দরিদ্র অসহায় বয়স্ক এক নৈশ প্রহরীকে কম্বল বিতরন করার দৃশ্য এটি।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা'র সাথে দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি ও বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া সাহেদ মিয়া।[/caption]
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল প্রকৃত অসহায মানুষকে আমরা ঘরে ঘরে পৌছে দেব।
আমরা চেষ্টা করবো প্রকৃত অসহায় মানুষজন যেন এগুলি সঠিক ভাবে পায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj