নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ২ টি ড্রেজার মেশিন এবং ৩ হাজার মিটার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়েছে ৷ বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর ) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুরকান্দি গ্রামে ও আজাদপুরে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এগুলো জব্দ ও ধ্বংস করা হয় ৷
জানাযায়, বিগত বেশ কিছু দিন ধরে উপজেলার নদ-নদী সহ বিভিন্ন স্হানে একটি প্রভাবশালী বালু খেকো চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে ৷ উপজেলা প্রশানের বারবার অভিযানে সরঞ্জামাদি জব্দ, ধ্বংস করলেও থামছে না ঐ বালু খেকো চক্র ৷ এভাবে বালু উত্তোলনের ফলে এলাকায় নদী ভাঙ্গন, ফসলি জমি বিনিষ্ট হওয়া সহ পরিবেশ বিপর্যয়ের বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে, উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন এবং সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ নিয়মিত অভিযানে নামেন ৷বিগত কয়েক দিন আগেও অভিযান পরিচালনা করে বিপুল পরিমান পাইপ ও সরঞ্জামাদি জিনিস জব্দ ও ধ্বংস করা হয়।
হাজার হাজার মিটার পাইপ এবং ডজন খানেকের উপরে ড্রেজার মেশিন ৷ এরই ধারাবাহিকতায় (০৩ডিসেম্বর)বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ এই অভিযান পরিচালনা করেন ৷
অভিযান পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার এস আই এখলাছুর রহমান ভূইয়া এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন ৷
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি)উত্তম কুমার দাশ জানান, এই উপজেলায় কোনও অনুমোদিত বালু মহাল নেই। এরপরও অসাধু ব্যক্তিরা বিভিন্ন নদ-নদী এবং ভুমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বালু উত্তোলনের ২টি শেলো ড্রেজার মেশিন এবং প্রায় ৩ হাজার মিটার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে ৷
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj