কামরুজ্জামান আল রিয়াদ : স্ত্রী-সন্তানদের দেখার জন্য আমেরিকা যাওয়ার টিকিট কেনার জমানো টাকা দিয়ে একজন অস্বচ্ছল ফুটবলার কে ব্যাটারিচালিত ইজিবাইক(টমটম) কিনে দিলেন আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
ওই তরুণ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির নিয়মিত সদস্য।
ভালো ফুটবলার হলেও
আর্থিক অস্বচ্ছলতার কারণে তার খেলা বন্ধের উপক্রম হচ্ছিল।
এমনকি অভাবের কারনে ওই তরুন ব্যারিস্টার সুমন একাডেমির তুখোড় খেলোয়ার হওয়া স্বত্তেও নিয়মিত খেলায় অংশ নিতে পারতনা। বিষয়টি ব্যারিস্টার সুমনের নজরে আসলে তিনি তার আমেরিকা যাওয়ার টিকিট এর জন্য জমানো টাকা দিয়ে একটি ইজিবাইক কিনে ওই তরুন কে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাটে ফুটবল মাঠে হস্তান্তর করেন।
এর দাম পড়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা।
ইজিবাইক হস্তান্তরের পর তার ফেইসবুকে লাইভে এসে ব্যরিস্টার সুমন বলেন, স্ত্রী-সন্তানকে দেখতে আগামী মাসে আমেরিকা যাওয়ার কথা ছিল আমার। টিকিটের জন্য ১ লাখ ৬০ হাজার টাকাও জমিয়েছিলাম।
কিন্তু পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ১৫ দিনের আনন্দের পরিবর্তে ওই যুবকের পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে দেব।
তিনি আরও বলেন, ছেলেটি আমার ফুটবল একাডেমিতে নিয়মিত খেলে। তার সংসারে মা ও এক বোন রয়েছে। টমটম (ব্যাটারি চালিত ইজিবাইক) চালিয়ে সংসার চালায়।
কিন্তু নিজের টমটম না থাকায় এর মালিককে প্রতিদিন ৩০০ টাকা ভাড়া দিতে হত।
যা পরিশোধ করে তার চাহিদামত টাকা অবশিষ্ট থাকতো না।
আবার তাকে ছুটিও দেওয়া হত না। যে কারণে সে নিয়মিত খেলাধুলায় অংশ নিতে পারছিল না।
ব্যারিস্টার সুমন আরো বলেন, ওই যুবক লেগ ডিফেন্স খেলোয়াড়। ডান এবং বাম, দু’পায়েই ভাল খেলে। কিন্তু অভাবের কারণে ভবিষ্যত খারাপ হয়ে যাচ্ছিল। সমাজে অনেকেই আছেন যারা ১৫ দিনের সুখ জলাঞ্জলি দিলে একটি মানুষের জীবন বদলে যেতে পারে। তার পরিবারের কষ্ট দূর করতে আমি আমার ১৫ দিনের সুখ ত্যাগ করেছি। যার মাধ্যমে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষের কর্তব্য পালন করেছি।
শুধু বক্তব্যবাজী না করে এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj