নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ক্লেমন টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন হয়।
উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর আয়োজনে ও শায়েস্তাগঞ্জ নিউ ব্রাদার্স ক্রিকেট ক্লাবের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সোহেল, শায়েস্তাগঞ্জ ব্যকস সভাপতি আবুল কাশেম শিবলু, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান আল রিয়াদ, আছকির মিয়া, জামাল আহমেদ অনিক, সাংবাদিক সাখাওয়াত হোসেন টিটু, সাবেক খেলোয়ার রাকিবুল হোসেন সান্টু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, খেলাধুলা মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। তার সাথে শরীর রাখে সুস্থ। মন থাকে ভাল। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করেছে বলেই বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।
রিয়াল মাদ্রিদ ও নূরপুর একাদশের মধ্যেকার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। জয়লাভ করে নূরপুর একাদশ। খেলা পরিচালনা করেন সৈয়দ সজীব ও ফজলুল হক নজির।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj