বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে সাম্প্রতিককালে বিভিন্ন বাজারে চুরি বৃদ্ধি পাওয়ার ঘটনায় স্থানীয় বড়বাজারের ব্যাবসায়ীগন গভীর রাতে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
দোকান বন্ধ রাখার জন্য এবং ক্রেতা সাধারনকে জানানোর জন্য মাইকিং করা হয়।
রাত ১১টার পর দোকান বন্ধ রাখা ও প্রত্যেক দোকানের সামনে রাতে ইলেকট্রিক বাতি জ¦ালানো ও প্রয়োজনে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে বড়বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির পক্ষ থেকে।
এছাড়াও বাজার সমিতির পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৫ নভেম্বর রবিবার এ জন্য মাইকিং করা হয়েছে।
এ ব্যাপারে বড়বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি হাজী জয়নাল আবেদীন জানান, বাজারের ব্যাবসায়ীদের কল্যানে যা যা করার দরকার আমরা সমিতির পক্ষ থেকে তাই করবো।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, আমার পুলিশ প্রশাসন রাতের বেলা না ঘুমিয়ে জনগনের জানমাল পাহারা দিচ্ছেন। বড়বাজার ও আশপাশের এলাকাটি গুরুত্বপূর্ন এখানে উপজেলা প্রশাসন,ব্যাংক ও অন্যান্য গুরুত্বপূর্ন প্রতিষ্টান রয়েছে। সার্বক্ষনিক নজরদারি করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হলে ভালো হবে।
বড়বাজার ব্যাবসায়ী সমিতির এই উদ্যোগ ভালো। অন্যান্য বাজারেও যদি এ ধরনের উদ্যোগ নেওয়া হয় তাহলে ব্যাবসায়ীগন নিজেরাই উপকৃত হবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj