বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের আদর্শ বাজারের একটি ফার্মেসীতে রহস্যজনক চুরি সংঘঠিত হয়েছে। তালাবদ্ধ ঘরের ভিতর থেকে কোন ঔষধ বা মালামাল চুরি না করে শূধূ বিভিন্ন জনের আমানতের ৬ থেকে ৭ লক্ষ টাকা এবং সিসি ক্যামেরার ডিবিআর চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বোদ্ধা মহল প্রশ্ন তুলেছেন এত ক্যাশ টাকা দোকানে রাখার কি কারন রয়েছে? এবং এত ক্যাশ টাকা দোকানে রাখার বিষয়টি কি চোরেরা পূর্ব থেকেই অবগত ছিল?
ওই চুরির ব্যাপারে অনেক রহস্য তৈরি হয়েছে বলেও নানান জনের ধারনা।
এ ঘটনায় সন্দেহজনকভাবে জননী ঔষধ ঘরের ম্যানেজার সাইদুর রহমান বাচ্চু ও বাজারের পাহারাদার তজিমুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় ওই রহস্যজনক চুরির ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
এ ব্যাপারে শনিবার সকালে বানিয়াচং থানা পুলিশ অবগত হয়ে বানিয়াচং থানা ইনচার্জ মোঃ এমরান হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানা পুলিশ ও ব্যাবসায়ীরা জানান, আদর্শ বাজারের পাশের তকবাজখানী গ্রামের মৃত আকবর মাষ্টারের ছেলে আশরাফ,আজমল ও উজ্জ্বলের মালিকানায় জননী ঔষধ ঘর পরিচালিত হয়।
তাদের দীর্ঘদিনের বিশ^স্ত ম্যানেজার সাইদুর রহমান বাচ্চু ফার্মেসীতে সার্বক্ষনিক শ্রম দেন।
শনিবার সকালে আশরাফের ছোট ভাই দোকানের শাটার খুলে ড্রয়ার খোলা দেখতে পেয়ে পাশের দোকানের ব্যাবসায়ীদেরকে জানায় এবং ওই সময় দোকানের পিছনের দরজা খোলা দেখতে পেয়ে টাকা চুরির বিষয়টি অবগত হয়।
পরবর্তীতে থানা পুলিশ খবর পেয়ে দোকানের ম্যানেজার ও পাহারাদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানা ইনচার্জ মোঃ এমরান হোসেন জানান, পুলিশ এ ঘটনায় তদন্ত করছে।
আশা করছি সঠিক বিষয়টি আমরা বের করতে পারবো।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj