নিজস্ব প্রতিবেদক : মিশুক’ গাড়ি ছিনতাইয়ের জন্যই চালক সেজুকে শ্বাসরোধ করে হাত ও পায়ের রগ কেটে নির্মম ভাবে হত্যা করে দূর্বৃত্বরা। পরে একটি ধানি জমিতে লাশ ফেলে রেখে গাড়ি নিয়ে পালিয়ে যায় তারা। বৃহস্পতিবার বিকেল ৫টায় পুলিশ সুপার কার্যায়ে এক প্রেস ব্রিফিংয়ে হত্যকান্ডের লোমহর্ষক বর্ণনা দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন।
তিনি জানান, হত্যাকান্ডের ঘটনায় অজ্ঞাত আনসামীদের বিরুদ্ধ মামলা দায়ের করেন নিহতের ভাই। পরে পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে এবং ৩ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এক আসামী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
জবানবন্দিতে উল্লেখ করা হয়, ২২ অক্টোবর আমীর মিয়া, তার সহযোগী শোয়েব মিয়া ও সোহাগ মিয়াসহ ৪ জন মিলে মিশুক গাড়ী ছিনতাই করে বিক্রির পরিকল্পনা করে। এরই পরিপ্রেক্ষিতে তারা পরিকল্পনা অনুযায়ী নবীগঞ্জ শহরের গাজীর টেক থেকে ১শ’ টাকা ভাড়া করে আবিদ উল্ল্যাহ সেজুর মিশুক গাড়িটি। এ সময় তারা পূর্ব তিমিরপুর এনার্জি ব্রিকফিল্ড ইটভাটার পেছনে নির্জন স্থানে নিয়ে সেজুকে প্রথমে গলার গামছা দিয়ে শ্বাসরোধ করে এবং পরে হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে মিশুক নিয়ে পালিয়ে যায়।
এর আগে, গত ২৪ অক্টোবর রাত ৮টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডস্থ আরজু হোটেলের সামন থেকে মিসুক চালক আবিদ উল্ল্যাহ সেজু মিসুকসহ নিখোঁজ হন। পরে ২৭ অক্টোবর উপজেলার পূর্ব তিমিরপুর এলাকার একটি ধানী জমি থেকে সেজুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওইদিন রাতেই সেজুর ভাই রাজু বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তের এক পর্যায়ে ৩১ অক্টোবর সন্দেহজনক হিসেবে হবিগঞ্জ পৌর এলাকার উদেমনগর গ্রামের আজগর আলীর ছেলে শোয়েব মিয়াকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে এবং পুলিশ রাইয়াপুর গ্রামের মৃত লিফাই মিয়ার ছেলে মো. আমীর মিয়াকে গত ১০ নভেম্বর রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পরদিন ১১ অক্টোবর গ্রেফতারকৃত আসামী আমীর মিয়া ঘটনার বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এছাড়া শোয়েব মিয়া ৩ দিনের রিমান্ডে রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরো জানায়, মামলার ৪ জন আসামীর মধ্যে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা ও মিশুক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ পারভেজ আলম চৌধুরী ও নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানসহ পুলিশের কর্মকর্তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj